1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিযোগিতা আয়ু কমায় পুরুষদের

১২ আগস্ট ২০১০

সঙ্গী খুঁজতে যদি অনেক কাঠখড় পোড়াতে হয়, তবে বিজয়ের আনন্দ পাওয়া গেলেও সেই সঙ্গে নিরানন্দের খবরটুকুও শুনে রাখুন৷ এই প্রতিযোগিতা কমিয়ে দেয় আয়ু৷ কথাটি বিশ্বাস করতে পারেন, কারণ গবেষণা করেই জানা গেছে তা৷

https://p.dw.com/p/Oiy8
ছবি: picture-alliance / KPA

সাত সমুদ্দুর তের নদী পেরিয়ে প্রেয়সীকে জয় করার গল্প তো সবাই জানে৷ অবশ্য তা বইয়ের পাতায়৷ অনেককে হারিয়ে ইথাকার রাজা ইউলিসিস নিজের করে নিয়েছিলেন পেনেলোপিকে, তেমনি অর্জুন জয় করছিলেন দ্রোপদীকে৷ এই সব কল্পকথার মতো হুবহু না হলেও সে ধরনের ঘটনার হদিস মেলে বাস্তবেও৷ অনেকের সঙ্গে পাল্লা দিয়ে সঙ্গীকে জয়৷ বিজয়ের আনন্দ আছে, আছে অনেককে হারানোর গর্বটুকুও৷ তবে এই তার জন্য যে একটু ত্যাগ স্বীকার করতে হচ্ছে, তা জানা ছিল না এতদিন৷ এখন জানা গেল, জীবনসঙ্গী খুঁজতে গিয়ে জীবনীশক্তি হারানোর কথা৷

এই গবেষণাকর্মটি যাঁরা চালালেন, তাঁরা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন ও চীনের ইউনিভার্সিটি অব হংকংয়ের৷ সঙ্গে ছিলেন হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক নিকোলাস ক্রিস্টাকিস৷ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ডেমগ্রাফি সাময়িকীতে৷ নিকোলাস বলেন, ‘‘এটা স্পষ্ট যে সঙ্গী খুঁজতে যদি কষ্ট করতে হয়, তবে তার প্রভাব পড়ে পুরুষদের ওপর৷ অন্তত গবেষণা তাই বলে৷'' এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, ঘটে অন্য সব প্রাণীর বেলায়ও, বলছেন গবেষকরা৷

Filmszene Sommerpalast von Lou Ye

এই প্রতিযোগিতা আয়ু যে খুব বেশি কমায়, তা নয়৷ তবে তাও হেলাফেলার নয়- এই যুক্তি তুলে ধরে নিকোলাস বললেন, ‘‘৬৫ বছরের একজন লোক তো চাইবেনই আরো কিছু বছর পৃথিবীর রূপ-রস-গন্ধ নিতে৷ এখন তাঁর সময় যদি তিন মাস কমিয়ে দেওয়া হয়, সেটা কী তিনি মেনে নেবেন ? সুতরাং সময় কম হলেও তার একটা গুরুত্ব তো আছেই৷''

গবেষকরা সিদ্ধান্তে পৌঁছলেন কীভাবে, তা খুঁজতে গিয়ে দেখা গেল, তাঁরা উইসকনসিন রাজ্যের বেশ কিছু মানুষের কলেজ জীবনের তথ্য সংগ্রহ করেছেন৷ যা কিনা সঙ্গী বেছে নেওয়ার উপযুক্ত সময়৷ তাঁরা পুঙ্খনাপুঙ্খ বিশ্লেষন করে দেখেছেন, যে সব কলেজে ছেলে ও মেয়ের অনুপাত কম ছিল, সে সব কলেজের ছাত্ররা পরে দীর্ঘ আয়ু পেয়েছে৷ অন্য দিকে যেখানে মেয়েদের সংখ্যা ছিল কম, সেই সব কলেজের ছাত্ররা আয়ু পেয়েছে কম৷ মানে হল, মেয়েদের পেছনেই তারা আয়ুর খানিকটা খুইয়ে ফেলেছিল৷

কেন এমনটা হয়েছে, তার কোনো সদুত্তর গবেষকদের কাছে এখনো মেলেনি৷ তবে হচ্ছে তো, সেটাই আসল৷ তাই সাবধান৷ যারা বেশিদিন বাঁচতে চান - এই বাণী তাদের জন্য৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা:  দেবারতি গুহ