1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিশ্রুত সম্মান না পেয়েই চলে গেলেন মাহবুব

৫ ডিসেম্বর ২০১০

আসন্ন পৌর নির্বাচনে দেখা যাবে দুই প্রধান জোটের প্রার্থীদের লড়াই৷ অন্যদিকে বেঁচে থাকতে দেশকে সাফ গেমসের সোনা এনে দিলেও মৃত্যুর পর যথাযথ সম্মান জুটলো না মাহবুব আলমের৷ এই দু’টি খবর আজ বেশিরভাগ গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/QPte
সাধারণ মানুষের শ্রদ্ধা নিয়েই মাহবুবকে চলে যেত হলছবি: picture alliance / Photoshot

আসন্ন নির্বাচনে দুই জোটের প্রার্থী

খবরটি মূল শিরোনাম করেছে যুগান্তর, নয়া দিগন্ত ও সমকাল৷ যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোন আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায়নি চার দলীয় জোট৷ তবে বিএনপি'র একাধিক নেতার কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপি তার জোটভুক্ত দলগুলোকে সঙ্গে নিয়েই পৌর নির্বাচনে অংশ নেবে৷ সরকারের জনপ্রিয়তা এখন কোন অবস্থানে সেটা বোঝার জন্য আসন্ন পৌর নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি৷ উল্লেখ্য, এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পক্ষ থেকেও জানানো হয় যে, পৌর নির্বাচনে তারা জোটগতভাবেই অংশ নিচ্ছে৷ অর্থাৎ, জাতীয় নির্বাচনের মত এবার স্থানীয় পর্যায়ের নির্বাচনেও দুই জোটের লড়াই দেখা যাবে৷

সাফ গেমসের সোনা বিজয়ী মাহবুব আলমের করুণ মৃত্যু

শনিবার ঢাকা-চট্টগ্রাম সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান সাফ গেমসে সাবেক সোনা বিজয়ী অ্যাথলেট মাহবুব আলম৷ এর আগে সাফ গেমসে টানা দুইবার স্বর্ণপদক বিজয়ী শাহ আলমকেও হারাতে হয়েছে একইভাবে সড়ক দুর্ঘটনায়৷ তবে মৃত্যুর পরও মাহবুব আলমকে যথাযোগ্য সম্মান না দেওয়ায় সমালোচনা শোনা যাচ্ছে৷ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাফ গেমসে সোনা জেতার পর মাহবুবকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা দেয়নি অ্যাথলেটিকস ফেডারেশন৷ এদিকে মাহবুবের এমন মৃত্যুর পর সড়ক দুর্ঘটনা নিয়েই আজ প্রধান শিরোনাম করেছে ডেইলি স্টার৷ এতে বলা হয়েছে, গত এক দশকে প্রতি বছর ৩,৩০০ মানুষ প্রাণ হারিয়েছে সড়ক দুর্ঘটনায়৷

ড. ইউনূসকে অর্থমন্ত্রীর সমর্থন

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান খবর, সত্যিই সমঝোতা হয়ে থাকলে দোষের কিছু নেই৷ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন এই কথা৷ শনিবার বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক ইতিমধ্যেই তাদের ব্যখ্যা দিয়েছে৷ তারা দাবি করেছে, তহবিল হস্তান্তর নিয়ে নরওয়ে সরকারের সঙ্গে অনেক আগেই সমঝোতা হয়ে গেছে৷ যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে আমি এর মধ্যে দোষের কিছু দেখি না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই