1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতীক পেলো ভারতীয় রুপি

১৭ জুলাই ২০১০

‘$’ দেখলেই’ বোঝা যায়, এটা ডলার৷ কিংবা ‘€’ চিহ্ন ইউরোর৷ নাম নির্দেশক এই ধরনের কোনো প্রতীক ছিলো না ভারতীয় মুদ্রা রুপির৷ আগে ইংরেজিতে ‘Rs’ দিয়ে এই কাজ চললেও এখন থেকে স্বতন্ত্র একটি প্রতীকে পরিচিত হবে রুপি৷

https://p.dw.com/p/ONCT
New Rupee Symbol
নতুন এই প্রতীকে পরিচিত হবে ভারতীয় রুপিছবি: DW/Hüls

ভারতের সরকার বৃহস্পতিবার রুপির নতুন প্রতীক অনুমোদন করেছে৷

আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতীয় অর্থনীতির প্রসারের কারণে রুপির প্রতীক নির্ধারণ করার পরিকল্পনা আসে ভারত সরকারের মাথায়৷ নতুন এই প্রতীকটি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পোস্ট গ্র্যাজুয়েট উদয় কুমার৷ তবে ব্যাপারটি সহজ ছিলো না৷ ৩ হাজার জনের সঙ্গে লড়তে হয়েছে তাকে৷ সরকারের আহ্বানে এত সংখ্যক ব্যক্তি রুপির প্রতীকের নকশা তৈরি করে তা জমা দেন৷ এর মধ্যে নির্বাচিত হয় উদয়ের নকশাটি৷ এই জন্য উদয় পাচ্ছেন আড়াই লাখ রুপি৷

ইংরেজি ‘R'আর হিন্দির ‘র' বর্ণের সমন্বয় রুপির প্রতীকটি তৈরি করা হয়েছে৷ দেখতে অনেকটা ইউরোর মতো৷ উদয় বলেন, ‘‘আমাকে বলা হয়েছিলো, এমন কিছু করতে যা ভারতের ঐতিহ্যকে ধারণ করবে, এরকইসঙ্গে হবে স্বাতন্ত্র্যমণ্ডিত৷ সে জন্যই তিন রঙা এই প্রতীকের রঙগুলো নেওয়া হয়েছে জাতীয় পতাকা থেকে৷''

নতুন প্রতীকের নকশা প্রকাশ করে ভারতের তথ্যমন্ত্রী অম্বিকা সোনি সাংবাদিকদের বলেন, ‘‘এর মধ্যদিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় মুদ্রার স্বাতন্ত্র্য ফুটে উঠবে৷ ঘটবে ভারতীয় অর্থনীতির সক্ষমতার প্রকাশ৷''

রুপির নতুন এই প্রতীককে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষও৷ মুসকান ধাওয়ান নামে নয়াদিল্লির ২২ বছর বয়সি একজন ছাত্রী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘এই ধরনের প্রতীক প্রথম দেখছি৷ দেখতে বেশ সুন্দর৷ বহির্বিশ্বে ভারতীয় মুদ্রাকে এখন আলাদাভাবে চেনা যাবে, এটা ভাবতেই ভালো লাগছে৷'' অর্থনীতিবিদরাও নতুন প্রতীকে সন্তোষ প্রকাশ করেছেন৷ তারা বলছেন, শুধু ভারতই নয়, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায়র মুদ্রার নামও রুপি বা রুপিয়া৷ এখন ভারতীয় রুপির সঙ্গে তা আর জট পাকিয়ে যাবে না৷

ইতিহাস ঘেঁটে দেখা যায়, আজ থেকে প্রায় সাড়ে ৪০০ বছর আগে সম্রাট শের শাহ শূরী যে রুপার মুদ্রা চালু করেন, তাই রুপি হিসেবে পরিচিতি পায়৷ এতদিন পর তা প্রতীক পেলো৷ তবে তথ্য প্রযুক্তি অঙ্গনে যারা কর্মরত, রুপির নতুন প্রতীক চালু করায় তাদের কাজ বেড়ে গেলো৷ কারণ কী বোর্ডে এখন ডলারের মতো রুপির প্রতীক নির্দেশক একটি কী ঠিক করতে হবে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক