1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষ ইন্টারনেট ব্যবহার করছে

২৩ জানুয়ারি ২০১১

কেনিয়ার একটি গ্রামে এক ভদ্রলোক খুলেছেন ইন্টারনেট এবং সেল ফোনের দোকান৷ সেবা প্রদান করছেন মানুষদের৷

https://p.dw.com/p/1015U
কেনিয়ার প্রত্যন্ত গ্রামে ইন্টারনেটছবি: DW

ইন্টারনেট, সেলফোন গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে৷ কিন্তু প্রত্যন্ত অঞ্চল – যেখানে বিদ্যুৎশক্তি নেই, সেখানে অনেকের পক্ষেই সম্ভব হয় না ইন্টারনেটের সুযোগ-সুবিধা ভোগ করা৷ গ্রামের নাম উকুন্ডা৷ সেই গ্রামের ছোট একটি দোকানে ইন্টারনেট সহজেই ব্যবহার করা যায়৷ প্রায় প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ আসছে ইন্টারনেট ব্যবহার করতে, ই-মেল চেক করতে বা অনলাইনে প্রবাসী বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে৷ যেমন এই মেয়েটি প্রায় প্রতিদিনই এখানে আসে৷ সে বলল,‘‘আমরা যখন বড় কোন শহরে যাই, দেখি সবাই কীভাবে ইন্টারনেট ব্যবহার করছে৷ কম্পিউটারে সমানে কাজ করে যাচ্ছে৷ এরা আমাদের দিকে এমনভাবে তাকায় যেন আমরা কিছুই বুঝি না৷ সবাই মনে করে, আমরা যেন গাধার দল৷''

কথাটা ঠিক৷ ইন্টারনেট ব্যবহারের আগে শিখতে হবে, কীভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়৷ তবে উকুন্ডা গ্রামেও সবাই ধীরে ধীরে শিখছে৷ তারা জানছে কম্পিউটার কী, কীভাবে তা কাজ করে এবং ইন্টারনেট ব্যবহার করতে হলে কতটা জ্ঞান থাকা প্রয়োজন৷ উকুন্ডা গ্রামে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস৷ তাদেরই একজন গিডন মুলান্ডি৷ বয়স ৩০-এর কাছাকাছি৷ তিনিই ইন্টারনেটের দোকান খুলেছেন৷ ইন্টারনেটের সেবা প্রদান প্রসঙ্গে তিনি বললেন, ‘‘আমরা অন্ধকার থেকে পুরোপুরি বের হয়ে আসতে চাই৷''

গিডন মুলন্ডি একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন নাম ‘ভয়েস অফ দিয়ানি'৷ সেখানে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান দেওয়া হয়৷ ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে হয় তাও শেখানো হয়৷ গ্রামের সাধারণ মানুষদের এগিয়ে নিয়ে যেতে কাজ করছে ‘ভয়েস অফ দিয়ানি' এবং গিডন মুলান্ডি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন