1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে মিল নেই: ভাষা শহীদদের পরিবার

২২ ফেব্রুয়ারি ২০১১

ভাষা সৈনিক আবুদল মতিন ডয়চে ভেলেকে বলেন, প্রয়োজনে মানুষ আবার সংগ্রাম করবে৷ নামবে রাজপথে৷ একদিন দেশের মানুষের স্বপ্ন পূরণ হবেই৷

https://p.dw.com/p/10LWY
শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্যছবি: picture-alliance/dpa

আর শিক্ষাবিদ হাসান আজিজুল হক বলেন, ভাষা আন্দোলনের চেতনায় দেশকে দেখতে হলে আমাদের আরো অনেক দূর যেতে হবে৷

শহীদ মিনারে ফুল দিতে আসা ভাষা শহীদদের পরিবারের কন্ঠে ছিল হতাশা আর দুঃখবোধ৷ তাঁরা বলেন, প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে কোনো মিল নেই৷

শিক্ষাবিদ হাসান আজিজুল হক বলেন, ‘‘ভাষা আন্দোলন শুধু ভাষার গন্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না৷ তা প্রকাশ পেয়েছিল মুক্তির চেতনায়৷ আর সেই বিবেচনায় গত ৪০ বছরে আমাদের প্রাপ্তি সামান্যই৷''

অবশ্য এরপরেও তিনি আশা ছাড়েননি৷ বরং ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘যদি মানুষের অর্থনেতিক মুক্তি আসে, ঘটে শোষণের মুক্তি - একমাত্র তবেই স্বার্থক হবে ভাষা শহীদদের আত্মত্যাগ৷''

আর ভাষা সৈনিক আব্দুল মতিন যিনি ‘ভাষা মতিন' নামে পরিচিত, তিনি মনে করেন, অন্ধকারের পর যেমন আলো আসে৷ দিনের পর যেমন রাত৷ তেমনি একদিন অবশ্যই ভাষা আন্দোলনের চেতনা বাস্তবে রূপ পাবে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘এদেশের মানুষ তার স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবে৷ স্বপ্ন সফল করতে মানুষ বার বার নামবে রাজপথে৷ করবে আন্দোলন, করবে সংগ্রাম৷''

তাঁরা দু'জনই মনে করেন, এজন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব৷ প্রয়োজন এক ঐক্যবদ্ধ জাতির৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ