1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম বিশ্বকাপেই জয় পেল স্লোভেনিয়া

১৩ জুন ২০১০

বিশ্বকাপে স্লোভেনিয়ার যাত্রা শুরু হয় রবিবার – এবারের বিশ্বকাপের একমাত্র আরব দেশ আলজেরিয়ার বিরুদ্ধে৷ তবে শুরুতেই চমক৷ ১-০ গোলে আলজেরিয়ার বিরুদ্ধে জয়৷

https://p.dw.com/p/Npi1
ম্যাচে সংঘাতের এক মুহূর্তছবি: AP

অথচ প্রথম দিকে কিন্তু কিছুটা দুর্বলই ছিল স্লোভেনিয়া৷ একের পর এক আক্রমণ ঠেকাতে হচ্ছিল তাদেরকে৷ আলজেরিয়ার দুই তারকা বালহাজ এবং মাজিদ বুগেরা সুনিপুণ খেলা দেখান৷ তাদেরকে সঙ্গ দেন রক্ষণভাগের মাজিদ৷ ৩৭ মিনিটের মাথায় এই দল কর্নার কিকে গোলের সুযোগ তৈরি করলেও মধ্যমাঠের খেলোয়াড় করিম জিয়ানির শটে বল চলে যায় গোলপোস্ট থেকে অনেক দূরে৷ এরপর করিম মাতামাও আরো একটি শট মিস করেন৷ অবশ্য স্লোভেনিয়া ছোটখাট কিছু আক্রমণ চালালেও তেমন গোলের সুযোগ তৈরি হয়নি৷

দ্বিতীয়ার্ধে শুরু হয় খেলোয়াড় বদলের পালা৷ আলজেরিয়ার রফিক জেবুর’এর বদলে ৫৮ মিনিটে মাঠে নামেন আব্দেলকাদের গেজাল৷ এই স্ট্রাইকার শুরুতেই বিপজ্জনক আচরণের জন্য হলুদ কার্ড পান৷ দোষ ছিল প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কো সুলার এর শার্ট ধরে টানাটানি৷ এরপর ৭৩ মিনিটে আবারো অপরাধ করায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে৷

Flash-Galerie wm100613 Algerien Slowenien
গোলছবি: AP

সাকুল্যে ১৫ মিনিট মাঠে ছিলেন গেজাল৷ আলজেরিয়ার জন্য এটাও একটি রেকর্ড৷ কারণ এই বিশ্বকাপে এখন পর্যন্ত এত অল্প সময়ে লালকার্ড পেয়ে মাঠ ছেড়েছেন আরেকজন খেলোয়াড়, উরুগুয়ের নিকোলাস লোদেইরো৷

গেজাল’এর মাঠ ত্যাগের মিনিট কয়েক পরেই গোল পায় ইউরোপের ছোট্ট দল স্লোভেনিয়া৷ সেদলের অধিনায়ক রবার্ট কোরেন পেনাল্টি এরিয়া থেকে বল ছোড়েন গোল পোস্টের দিকে৷ সেটি গোলরক্ষক ফৌজি চচি’র হাত লাগলেও শেষ পর্যন্ত আটকাতে পারেননি তিনি৷ এতে অবশ্য ইংল্যান্ডের গোলরক্ষক রবার্ট গ্রিনের ব্যথা হয়তো কিছুটা কমেছে৷ কারণ আগের দিন অ্যামেরিকার যে গোলটি তিনি হজম করেছেন, সেটিও হয়েছিল হাত ফসকে৷

বলে বসবেন না, আলজেরিয়া তো দশ জন নিয়ে খেলেছিল৷ আর তাই এমন গোল অসম্ভব নয়৷ তারচেয়েও বড় করে বললে, যে গোলটি হয়েছে, সেটাওতো গোলরক্ষকের হাত ফসকেই৷ হ্যাঁ, সবই ঠিক৷ কিন্তু তারপরও জয়তো জয়ই৷ অন্তত বিশ্বকাপে অংশ নেয়া সবচেয়ে ছোট এই দেশের জন্য এমন জয় অনেক আনন্দের!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন