1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ল স্বাগতিকরা

২৩ জুন ২০১০

নিজেদের ইতিহাসের সর্বোচ্চ খারাপ ফল হাতে পেল ফ্রান্স৷ গ্রুপ এ’র তালিকার তলানিতে জায়গা পেল সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নরা৷ আর প্রথম রাউন্ড থেকেই বিদায় স্বাগতিকদের৷

https://p.dw.com/p/O0TC
প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেও মডেল বিশ্বকাপ হাতে স্বাগতিক দলের ভক্তের উল্লাসছবি: AP

১৯৯৮ সালে চ্যাম্পিয়ন এবং ২০০৬ এর আসরে রানার্স-আপ হওয়া সত্ত্বেও ফরাসি দল ভক্তদের মুখে কালিমা লেপে দিল এবারের আসরে৷ মেক্সিকো এবং বাফানা বাফানাদের কাছে হার৷ সাথে উরুগুয়ের সাথে ০-০ গোলে ড্র৷ এই হলো ফ্রান্সের কৃতিত্ব ২০১০ এ৷ পরিণামে এক পয়েন্ট আর এক গোলের অর্জন নিয়েই ঘরমুখী হতে হলো রেমন্ড ডোমেনেক এর ছেলেদের৷ বাড়তি প্রাপ্তি হলো, অভ্যন্তরীণ জটিলতাকে ঘিরে ফুটবল বিশ্বের হাসির পাত্রে পরিণত হওয়া৷

তবে মঙ্গলবারের ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারানোর সুখ পেলেও দ্বিতীয় পর্বে ওঠার সৌভাগ্য হয়নি স্বাগতিকদের৷ পয়েন্টের হিসাবে সমান থাকলেও গোল ব্যবধানে মেক্সিকোর চেয়ে সামান্য পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা৷ ফলে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোন স্বাগতিক দল প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ল৷

Frankreich Südafrika WM Fußball Weltmeisterschaft Flash-Galerie
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের সময় গ্যালারিতে স্বাগতিক দলের ভক্তদের একাংশছবি: AP

গ্রুপ এ'র অপর খেলায় বেশ লড়েছে মেক্সিকো আর উরুগুয়ে৷ তবে মঙ্গলবার কোন গোলের দেখা পায়নি মেক্সিকো৷ বরং গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে ০-১ গোলে হার৷ উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ৷ ৪৩ মিনিটের এই গোলটিই জয় এনে দিল উরুগুয়েকে৷ তবে সুয়ারেজ নিজেই জয়ের জন্য অনেক বেশি কৃতিত্ব দিলেন নিজেদের ডিফেন্সকেই৷ তিনি বলেন, ‘‘আমরা পুরো খেলাকেই বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছি৷ মূলত অবিশ্বাস্য ডিফেন্সের কারণেও আমরা খুব নিরাপদ ছিলাম৷'' অবশ্য পরাজয়ে খুব বেশি মন খারাপ নয় মেক্সিকোর৷ কারণ গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে তারাও৷ আর মঙ্গলবারের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে৷ দু'টি জয় ও একটি ড্র নিয়ে সাত পয়েন্ট উরুগুয়ের৷ দ্বিতীয় পর্বে উরুগুয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবং মেক্সিকো লড়বে আর্জেন্টিনার বিরুদ্ধে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম