1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম সপ্তাহেই ‘দ্য আদার গাইজ’এর আয় সাড়ে ৩৫ মিলিয়ন ডলার

১৪ আগস্ট ২০১০

মুক্তির প্রথম সপ্তাহেই সাড়ে ৩৫ মিলিয়ন ডলার আয়ের মধ্য দিয়ে হলিউড বক্স অফিস চার্টের শীর্ষস্থান দখল করে নিলো অ্যাকশন কমেডিধর্মী ছবি ‘দ্য আদার গাইজ’৷

https://p.dw.com/p/OniE
ছবিতে পুলিশ ডিটেক্টিভের চরিত্রে অভিনয় করেছেন স্যামুয়েল এল জ্যাকসনছবি: AP

তবে টাইটানিক খ্যাত লিওনার্দো ডিকাপ্রিওর ‘ইনসেপশন' এখনো ভালো ব্যবসা করছে এবং চার্টে দ্বিতীয় স্থানে রয়েছে৷ সাড়ে আঠারো মিলিয়ন ডলার আয় করে তাদের এই অবস্থান৷

নিউ ইয়র্কের দুই জাঁদরেল পুলিশ ডিটেকটিভ হাইস্মিথ (স্যামুয়েল এল জ্যাকসন) ও ড্যানসন (ডোয়েইন জনসন) কে নিয়েই এই ছবি৷ যাঁরা অপ্রতিরোধ্য - সমস্যা সঙ্কুল সব মামলার সমাধান সহজেই করেন ফেলেন তাঁরা৷ ব্যর্থ নামক কোন শব্দ যেন নেই তাঁদের ডিকশনারিতে৷ কিন্তু এবার একটি মামলায় তাঁদের পাশাপাশি পাঠানো হয় আরও দুই জনকে৷ এদের একজন প্রচন্ড কুঁড়ে, নাম গ্যাম্বল (উইল ফ্যারেল), আর অপর একজন ডিটেকটিভ হুইটজ্ (মার্ক হোয়েলবার্গ), যিনি এক মিশনে এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগে গ্রাউন্ডেড! ঘটনাচক্রেই গ্যাম্বলের সঙ্গে হুইটজকে সহযোগী করার এ ঘটনা নিয়ে অফিস জুড়ে শুরু হয় বেশ রসালো আলাপ, ঠোট টিপে হাসি, নানা কিছু! হাইস্মিথ ও ড্যানসন যেখানে শহরের হিরো হিসেবে বিবেচিত সেখানে নিজেদের অফিসেই ‘মূর্খ' হিসেবে ডাকা হয় গ্যাম্বল ও হুইটজকে৷ কিন্তু এভাবে তো আর বেশী দিন চলতে পারে না৷ তাই শুরু হয় অভিযান, গ্যাম্বল এবং হুইটজের৷ কারণ তাঁরা চাইছে বিজয়৷ এই হচ্ছে ‘দ্য আদার গাইজ' এর কাহিনী৷ কাহিনীটা বেশ চমৎকার, বেশ উত্তেজনাও নাকি আছে৷ তাই দেখতে ভালো লাগছে দর্শকদের৷ আর এ কারণেই সপ্তাহের বক্স অফিস চার্টের শীর্ষস্থানে এটি৷

নৃত্যনির্ভর নতুন ছবি 'স্টেপ আপ থ্রিডি'র অবস্থান চার্টের তৃতীয় স্থানে৷ এ পর্যন্ত এর আয় ১৫ দশমিক আট মিলিয়ন ডলার৷ আর বহুল আলোচিত এবং অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘সল্ট' ছবিটির অবস্থান এখন চার নম্বর এ৷ গত সপ্তাহে এর আয় হয়েছে ১০ দশমিক ৯ মিলিয়ন ডলার৷ আর পঞ্চম স্হানে আছে ডিনার পর শ্মাকস৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক