1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির দায়ে আমিনীর বিরুদ্ধে মামলা

৩১ মার্চ ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং তাঁকে ক্ষমতা থেকে টেনে নামানোর কথা বলায় ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের প্রধান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে ২টি মামলা হয়েছে৷

https://p.dw.com/p/10lIe
Bangladesh, main, alliance, leader, former, Prime, Minister, Sheikh, Hasina, Dhaka, প্রধানমন্ত্রী, হত্যা, হুমকি, মামলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির দায়ে মামলাছবি: AP

রাষ্ট্রদ্রোহ মামলায় আমিনীকে ২৬শে এপ্রিল আদালতে হাজির হতে সমন দেয়া হয়েছে৷ আর হুমকির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়৷

জাতীয় নারী নীতি মন্ত্রিসভায় অনুমোদনের পর মুফতি ফজলুল হক আমিনী ঢাকায় ১৮ ও ২৫শে মার্চ দু'টি জনসভায় প্রধানমন্ত্রীকে হুমকি দেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে৷ এতে ক্ষুব্ধ হয়ে জননেত্রী বাস্তবায়ন পরিষদের সভাপতি এবি সিদ্দিক আজ মহানগর হাকিম হারুন অর রশীদের আদালতে মামলা করেন৷

আদালত মামলাটি গ্রহণ করে ফজুলল হক আমিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন৷ তাঁর বিরুদ্ধে একই আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান৷ তিনি অভিযোগ করেন, আমিনী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন৷ আর বলেছেন ইসলামের উত্তরাধিকার আইনে নারী পুরুষের সমান অধিকারের কথা নাই, যা ইসলামের অপব্যাখ্যা৷ তবে আব্দুল আলীমকে কয়েকটি শর্তে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷

তাঁর আইনজীবী অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিধান থাকলেও আদালত চাইলে সরাসরি মামলা গ্রহণ করতে পারেন৷ আদালত মামলাটি গ্রহণ করছেন৷ এই মামলায় আমিনী ছাড়াও ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের প্রচার সম্পাদক আইলুল্লাহ ওয়াসেলকেও আসামি করা হয়েছে৷

রাষ্ট্রদ্রোহ মামলায় আমিনীসহ ২ জনকে আগামী ২৬শে এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন