1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান উপদেষ্টা নিয়ে সম্ভাব্য সংকটের আভাষ

৯ মে ২০১১

আজ ঢাকার পত্রপত্রিকায় কোনো খবরই এককভাবে গুরুত্ব পায়নি৷ বিভিন্ন পত্রিকার প্রধান শিরোনাম দেখলেই সেটা বোঝা যায়৷ যেমন প্রথম আলো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে সম্ভাব্য সংকটের কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/11BpH
ছবি: DW/Harun Ur Rashid Swapan

ডেইলি স্টারে ব়্যাবের হাতে নির্যাতিত কলেজছাত্র লিমনের ঘটনা নিয়ে প্রধান প্রতিবেদন ছেপেছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান খবর রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী নিয়ে৷ কালের কণ্ঠ জারের পানি নিয়ে প্রতিবেদন ছেপেছে৷ আর ইত্তেফাক শেয়ারবাজার নিয়ে এবং সমকালে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছ থেকে, তাদের ভাষায়, জোর করে আদায় করা টাকা এখনো ফেরত না দেয়ার বিষয়টি এসেছে৷ যুগান্তর বলছে সংবিধান সংশোধনের খসড়া চূড়ান্ত৷ কিন্তু বেশিরভাগ পরামর্শই নাকি তাতে স্থান পায়নি৷ এমনটা বলছে যুগান্তর৷

প্রধান উপদেষ্টা নিয়ে সম্ভাব্য সংকট

প্রথম আলো বলছে তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী প্রধান উপদেষ্টা হিসেবে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে মানবে না বিএনপি৷ কারণ দলটি মনে করছে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁকে প্রধান বিচারপতি করা হয়েছে৷ এছাড়া পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও জ্যেষ্ঠতা লঙ্ঘন হচ্ছে বলে দলটি নাকি নিশ্চিত হয়েছে৷ তাই বিএনপি মনে করে, দুই দুইবার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ উদ্দেশ্যমূলক৷

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী

বিভিন্ন পত্রিকা বলছে এ উপলক্ষ্যে গতকাল সারা দেশ রবীন্দ্রময় হয়ে উঠেছিল৷ সমকাল বলছে রাজধানীর প্রায় সর্বত্রই সকাল থেকে রাত পর্যন্ত ছিল রবীন্দ্রচর্চা ও বন্দনা৷ কী পোশাক-পরিচ্ছদে, কী চলনে-বলনে, সবখানেই ছিল রবীন্দ্রনাথের ছোঁয়া৷ অসংখ্য নারী লালপাড়ের সাদা শাড়ি, খোঁপায় গাঁদা ফুল আর কপালে টিপ দিয়ে নিজেদের সাজিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথের গল্প-উপন্যাসের নায়িকারূপে৷ অনেকের টি-শার্ট কিংবা ফতুয়ায় শোভা পেয়েছে কবিগুরুর প্রতিকৃতি, নয়তো তার কোনো অজর কবিতার পঙক্তিমালা৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই