1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণ

১৯ নভেম্বর ২০১০

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনের সীমানার ভিতরে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বিকট শব্দে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পএমন হামলা নজিরবিহীন৷

https://p.dw.com/p/QDBk
ফাইল ছবিছবি: DW

বিরোধী দলের দিকে অঙ্গুলি নির্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বাড়ি রক্ষার নামে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায় তাহলে তাদের জবাবদিহি করতে হবে৷ তিনি এই হামলাকে ন্যাক্কারজনক বলেও উল্লেখ করেছেন৷

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কমিশন বেনজীর আহমেদ এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন৷ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ পদরায় জানান, ‘বড় আকারের জর্দায় কৌটায় বিষ্ফোরক ভর্তি দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ একটি বাড়ির প্রাচীরের ভেতরে অন্যটি মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি৷ তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি৷'

প্রকৃত ঘটনা উদঘাটনে এরই মধ্যে পুলিশি তৎপরতা শুরু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, শান্তি বিঘ্নিত করতে চায় তারাই এ ঘটনার জন্য দায়ী৷

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ ঘটনার পর প্রধান বিচারপতির বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন৷ রেজিস্ট্রার আশরাফুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনে আমি প্রধান বিচারপতির বাসায় এসেছি৷ তাঁর সঙ্গে কথা বলছি৷ কেউ আহত হননি৷'

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ গত ৩০ সেপ্টেম্বর তাঁর নিয়োগ কার্যকর হয়৷ আগামী বছরের ১৮ মে তার অবসর নেয়ার কথা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার