1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবাসীদের হাতে রয়েছে দেশের বড় বিনিয়োগ

২৮ সেপ্টেম্বর ২০১০

প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করলে, তা বাংলাদেশের শিল্প ও বিনিয়োগকে চাঙ্গা করতে পারে৷ এমনকি প্রবাসীরাই দেশের জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেন৷

https://p.dw.com/p/POEO
বাংলাদেশিদের দেশে বিনিয়োগ করার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

তাই প্রবাসীদের জন্য বিশেষ ব্যাংক স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা৷ শুধু তাই নয়, নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রবাসীরা যাতে ঝামেলামূক্তভাবে বিনিয়োগ করতে পারেন, সেজন্য তাঁদের বিশেষ সুযোগ-সুবিধা এবং বিশেষ প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের কথা বলেছেন তিনি৷

বাংলাদেশের অন্যতম কূটনীতিক আশফাকুর রহমান ডয়চে ভেলেকে জানান, প্রধানমন্ত্রীর এই ঘোষণা ইতিবাচক৷ পৃথিবীর বহু দেশে প্রবাসীরাই সেখানকার অর্থনীতিতে বড় ধরণের বিনিয়োগ করছেন৷ তিনি এক্ষেত্রে চীনের উদাহরণ তুলে ধরে বলেন যে, প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেও সহায়তা করতে পারেন৷ তাঁরা যে দেশে থাকেন, সে দেশের বিনিয়োগকারীদের কাছে নিজ দেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনার কথা তুলে ধরতে পারেন৷

তবে দেশের অভ্যন্তরে ‘ক্যাপাসিটি বিল্ডিং'-এর কথাও বলেন আশফাকুর রহমান৷ তাঁর মতে বিদেশি বিনিয়োগ এবং সহায়তার মূল চাবিকাঠি নিজেদের সক্ষমতা৷ এই সক্ষমতা গড়ে তুলতে পারলে, যে কোন পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ