1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রভাবশালীরা ভবন নির্মাণ নীতিমালা মানছেন না: আব্দুর রাজ্জাক

৫ জুন ২০১০

ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে মন্তব্য করেছেন৷

https://p.dw.com/p/Nifa
ড. আব্দুর রাজ্জাক (ফাইল চিত্র)ছবি: Mustafiz Mamun

পুরান ঢাকায় ভয়াবহ আগুনের ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না সরকার৷ এর পেছনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলা এবং লোভী মানসিকতা কাজ করেছে বলে সরকার মনে করছে৷ বিশেষ করে ওই এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরি আগুনের ভয়াবহতা বাড়িয়ে দেয়৷ ওই ফ্যাক্টরিটি ছিল অবৈধ৷ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ডয়চে ভেলেকে জানান, তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার৷

তিনি জানান, রাজধানীতে ভবন নির্মাণে অনেক ক্ষেত্রেই ভবন নির্মাণ নীতিমালা অনুসরণ করা হয়না৷ ফলে দুর্ঘটনা বাড়ছে৷ ভবন নির্মাণকারীরা যেমন এটি ভঙ্গ করেন, তেমনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকও এর জন্য দায়ি৷ রাজউক তার দায়িত্ব ঠিকমতো পালন করছেনা৷ একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না৷ তারা অবৈধ প্রভাব খাটিয়ে বে-আইনীভাবে স্থাপনা নির্মাণ করেন৷

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, পুরনো ঢাকার এই ভয়াবহ আগুন আর প্রানহানির ঘটনায় সরকারের পক্ষ থেকে সংসদে একটি বিবৃতি দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান