1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা ক্রিকেটের ফাইনালে উঠল বাংলাদেশ ও পাকিস্তান

১৮ নভেম্বর ২০১০

প্রমীলা ক্রিকেটে চীনের উচ্চাশাকে থামিয়ে দিল বাংলাদেশ৷ এশিয়ান গেমসে প্রমীলা ক্রিকেটের সেমি-ফাইনালে নয় উইকেটে চীনা দলকে হারালেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা৷

https://p.dw.com/p/QCSx
ক্রিকেট আর শুধু পুরুষদের একচেটিয়া খেলা নেই

থাইল্যান্ডকে মাত্র এক রানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল চীন৷ তবুও প্রত্যাশা ছিল শীর্ষ ট্রফি ঘরে তোলার৷ কিন্তু চীনের সেই আশা দমে গেল বাংলাদেশের কাছে হেরে৷ টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে চলছে এশিয়ান গেমসের প্রমীলা ক্রিকেট৷ বৃহস্পতিবার মাত্র ১৬ ওভারেই গুটিয়ে যায় চীনাদের সবগুলো উইকেট৷ তারা রান তোলে মাত্র ৩৪৷ জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভার খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ৷

খেলার পর চীনের উপ-অধিনায়ক সান হুয়ানের মন্তব্য, ‘‘বাংলাদেশ এবং পাকিস্তানের মেয়েরা খুব অল্প বয়স থেকেই ক্রিকেট খেলে আসছে৷ তাই খেলায় তাদের বেশ দখল রয়েছে৷ অন্যদিকে, আমরা যখন যৌবন ছুঁই ছুঁই, তখন ক্রিকেট খেলা শুরু করি৷ সুতরাং তাদের তুলনায় এক্ষেত্রে আমরা এখনও শিশু৷ ফলে আমাদের জন্য শীর্ষ চারের তালিকায় পৌঁছে যাওয়াটাও একটা ভাল ফল৷''

এদিকে, জাপানকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেছে পাকিস্তান৷ টসে জিতে জাপান প্রথমে ব্যাট করতে নামে৷ কিন্তু আট উইকেট হারিয়ে তারা ৬১ রান তুলতে সক্ষম হয়৷ জবাবে মাত্র ১০.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান৷ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান তোলেন জাভেরিয়া ওয়াদুদ৷ ২৫ বল খেলে তিনি করেন ২৯ রান৷

আগামী শুক্রবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ৷ ২৭ রান নিয়ে অপরাজিত পাকিস্তানের নিনা রশিদ বলেন, ‘‘বাংলাদেশ একটি ভালো দল৷ তবুও ফাইনালের ব্যাপারে আমরা আশাবাদী৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক