1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের ইতিহাস

১৪ অক্টোবর ২০১৩

ইউরোপীয়দের এই পূর্বপুরুষরা কি শিকারি এবং ফলমূল সংগ্রহকারী, নাকি কৃষিজীবী ছিলেন? সর্বাধুনিক গবেষণা বলছে, এই দুই গোষ্ঠীর মানুষ প্রায় দু’হাজার বছর ধরে পাশাপাশি বাস করেছে, এমনকি মিশ্রণও ঘটেছে৷

https://p.dw.com/p/19yZ6
ছবি: DW

সম্প্রতি ‘সায়েন্স' জার্নালে দু'টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার একটির বক্তব্য: ইউরোপে শিকারি-সংগ্রহকারী আর কৃষিজীবীদের সহাবস্থান চলেছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে অবধি৷ অর্থাৎ আগে যা ভাবা গিয়েছিল, তার থেকে অনেক পর অবধি৷ এই সিদ্ধান্তের ভিত্তিতে রয়েছে জার্মানির মিটেল-এলবে-সালে অঞ্চলের ২৫টি স্থানে পাওয়া ৩৬৪ জন মানবের অস্থির ডিএনএ-র বিশ্লেষণ৷

দ্বিতীয় প্রবন্ধটির ভিত্তি হল জার্মানির ওয়েস্টফালিয়া অঞ্চলের ব্লাটারহোলে গুহায় পাওয়া ২৫ জন গুহামানবের অস্থি থেকে নেওয়া ডিএনএ৷ ‘‘শিকারি-সংগ্রহকারী কিংবা কৃষিজীবী, এদের কারোকেই আজকের মধ্য ইউরোপের বাসিন্দাদের একমাত্র পূর্বপুরুষ বলা চলে না,'' বলেছেন জার্মানির মাইনৎস শহরের ইওহানেস গুটেনব্যার্গ বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠানের গবেষক অ্যাডাম পাওয়েল৷

পদচিহ্ন

গবেষকরা বলছেন, শিকারি-সংগ্রহকারীরাই প্রথম ইউরোপের ভূখণ্ডে পা দেয় – আজ থেকে ৪৫ হাজার বছর আগে৷ তারা শেষ তুষার যুগ পার হয়ে, প্রায় দশ হাজার আগে পৃথিবীর উষ্ণায়ন শুরু হবার সময়, এমনকি তার পর পর্যন্ত হাজির ছিল – জানিয়েছেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজে এভোলিউশনারি জেনেটিক্সের অধ্যাপক মার্ক টমাস৷

ততোদিনে (অর্থাৎ প্রায় সাড়ে সাত হাজার বছর আগে) ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব থেকে কৃষিজীবীরা গোটা ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করে৷ তখনই শিকারি-সংগ্রহকারীদের সঙ্গে তাদের সহাবস্থান, এমনকি সংমিশ্রণ৷ এই কৃষিজীবী মানুষরা চাষ-আবাদ, পশুপালন ইত্যাদি করত, মাটির পাত্র তৈরি করত৷ কিন্তু গোড়ায় যেমন ধারণা করা হতো যে, তাদের চাপে শিকারি-সংগ্রহকারীরা অন্তর্হিত হয়েছিল – তা কিন্তু বাস্তবে ঘটেনি৷ বরং এই দুই ধরনের মানুষ প্রায় দু'হাজার বছর ধরে বেশ ঘনিষ্ঠভাবেই বাস করেছে৷

বন্ধন

‘‘সেই ঘনিষ্ঠতার ফলশ্রুতিও ঘটেছে,'' জানালেন মাইনৎস-এর ইওহানেস গুটেনব্যার্গ বিশ্ববিদ্যালয়ের ইওয়াখিম বুর্গার, যিনি প্রবন্ধটির মূল রচয়িতা৷ ‘‘শিকারি-সংগ্রহকারী গোষ্ঠীর মহিলারা কখনো-সখনো কৃষিজীবী সম্প্রদায়ে বিয়ে করতেন, যদিও শিকারি-সংগ্রহকারীদের মধ্যে কৃষিজীবী মহিলাদের কোনো জেনেটিক হদিশ পাওয়া যায়নি৷ কৃষিজীবী মহিলারা শিকারী-সংগ্রহকারী গোষ্ঠীতে বিয়ে করাটাকে তাদের সামাজিক ও পারিবারিক অবস্থার অবনতি বলে মনে করতেন৷''

শিকারি-সংগ্রহকারীদের কৃষ্টি প্রায় পাঁচ হাজার বছর আগে বিলুপ্ত হয়, ইউরোপ পুরোপুরি কৃষিজীবীদের হাতে চলে আসে৷ ইউরোপের ত্রিশ শতাংশ মানুষের ডিএনএ-তে আজও সেই আদিম যুগের কৃষিজীবীদের রেশ পাওয়া যায়৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য