1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্তুত জার্মানি, প্রস্তুত স্পেন

৭ জুলাই ২০১০

আর মাত্র কয়েক ঘন্টা৷ এরপরেই বিশ্বকাপের সেমি ফাইনাল৷ জার্মানি বনাম স্পেন৷ ইউরোপের দুই এগিয়ে থাকা দল৷ অনেকেই বলছেন এই খেলাটি নাকি হবে ফাইনালের আগেই ফাইনাল৷ খেলা নিয়ে দর্শকদের উত্তেজনা আর ভুভুজেলার শব্দ৷

https://p.dw.com/p/ODGx
ছবি: AP

সব কিছু মিলিয়ে ডারবানের সবুজ মাঠে যে আজ বুদ্ধি আর পরিকল্পনার এক অন্যরকম ফুটবল যুদ্ধ হবে, তা কিন্তু সহজেই অনুমেয়৷ ম্যাচটিকে নিয়ে স্পেন ও জার্মানি উভয় দলেরই রয়েছে নিজস্ব কিছু চিন্তা৷ দুই দলই মনে করে, এতকিছুর পর এই ম্যাচটি হেরে গেলেই সব শেষ৷ জার্মানি তাও এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে৷ পরপর তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডও আছে তাদের৷ মাঝখানে কেবল '৯৪ ও '৯৮-এর বিশ্বকাপ বাদ দিলে সবগুলোতেই শেষ চারের অন্যতম অংশীদার তারা৷ আর স্পেন এই প্রথমবারের মতো সেমিফাইনালে৷ তাই উত্তেজনা তো থাকবেই৷

বিশ্বকাপের মতো বড় আসরে শীর্ষস্খানীয় দলগুলোর তালিকায় থাকা যে দলটির অভ্যাস, সেই জার্মান দল স্পেনের বিপক্ষে সেমিফাইনালটিকে দেখছে খুবই গুরুত্বের সঙ্গে৷ জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ বলছেন, 'বিগত বছরগুলোতে স্পেন ছিল সবচেয়ে সুসংগঠিত দল৷ তাদের আক্রমণের শক্তিও ছিল সবার সেরা৷ দলের সব খেলোয়াড়ই তুখোড়'৷

অপরদিকে স্পেনও পিছিয়ে নেই৷ স্প্যানিশ অধিনায়ক কাসিয়াস৷ তিনি বলেছেন, 'স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আমরা বুধবার রাতে খেলতে যাচ্ছি৷'

NO FLASH Fußball WM 2010 Spanien Portugal
কেমন খেলবে স্পেন?ছবি: AP

স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড় শাবি আলনসো অবশ্য জার্মান দলের ভূয়সী প্রশংসা করেছেন নির্দ্বিধায়৷ তিনি বলেন, 'এ হল সত্যিকার অর্থেই এক টিম৷ টিমের খেলোয়াড়রা অভিন্ন এক শক্তি দিয়ে চালিত৷ খেলোয়াড়রা সবাই অভিন্ন এক লক্ষ্যে পৌঁছতে লড়াই করছে৷ আর এটাই তাদের জন্য আনছে সাফল্য৷'

এর আগে ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপটাই সবচেয়ে বড় সাফল্য স্প্যানিশ ফুটবলের ইতিহাসে৷ বিশ্বকাপে কখনোই কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারেনি তারা৷ জার্মানির বিপক্ষে বুধবারের সেমিফাইনালটি তো স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হবেই৷

যাহোক, এই মধ্যে এসেছে এক অক্টোপাসের ভবিষ্যদ্বাণী৷ কে জিতবে আর কে হারবে তা ঠিকঠাক বলে দিচ্ছিল অ্যাকুয়ারিয়ামে বসবাসকারী এই গণক৷ কিন্তু শেষ পর্যায়ে এসে এর ভবিষ্যদ্বাণী জার্মান ফ্যানদের চমকেই দিচ্ছে৷ অক্টোপাস তার আচার আচরণ দিয়ে বোঝাচ্ছে, সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে খেলতে যাচ্ছে নাকি স্পেন! কিন্তু এই কথা কি সত্যি হবে! বিষয়টিকে সত্যি না ভেবেই ভাবুন... এটা কেবলই মজা!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক