1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাকৃতিক দুর্যোগের ফলে বিমা কোম্পানিগুলির মাথায় হাত

১০ ফেব্রুয়ারি ২০১১

বিশ্ব উষ্ণায়নের ফলে বিগত বছরগুলোতে বিশ্বে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে৷ ফলে ক্ষতির শিকার হচ্ছে কোটি কোটি মানুষ৷ কিন্তু জানেন কি, বিশ্ব উষ্ণায়নের এই প্রভাব পড়েছে বিমা কোম্পানিগুলোর পকেটেও?

https://p.dw.com/p/10Eov
ফাইল ছবিছবি: AP

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার চেস্টার কাউন্টি৷ বিশাল একটি মাঠে উপস্থিত বিমা কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারী৷ মাঠের একপাশে বসানো হয়েছে ১০৫টি বৈদ্যুতিক পাখা৷ একটু পর সেই পাখাগুলো চালু করে দেওয়া হলো৷ শন শন করে ১৭৫ কিলোমিটার বেগে বাতাস বইতে লাগলো গোটা মাঠ জুড়ে, যেন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে সেখানে৷ মাঠের মধ্যে বসানো ছিল বেশ কিছু বাড়িঘর, বাতাসের প্রচণ্ড বেগের সামনে টিকতে না পেরে কিছুক্ষণ পর সেগুলো ধসে পড়লো৷ বিমা কোম্পানির এই এলাহী কাণ্ডের রহস্য কি? আসলে এর উদ্দেশ্য হলো মাঠের বাড়িঘরগুলো কেমন টেকসই তা পরীক্ষা করা৷ এর সেজন্যই এতসব আয়োজন৷

বিশ্বব্যাপী যেভাবে ঝড়, বন্যার প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে আসলে বিমা কোম্পানিগুলো প্রায় অসহায় হয়ে পড়ছে৷ ঝড় বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট৷ আর সেগুলোর জন্য ক্ষতিপূরণের টাকা দিতে হচ্ছে বিমা কোম্পানিগুলোকে৷ তাই প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকতে পারে, এমন টেকসই বাড়ি ঘর নির্মাণ ছাড়া আর কোন উপায় নেই বিমা কোম্পনিগুলোর৷ এজন্যই চেস্টার কাউন্টির মাঠে তেমন একটি পরীক্ষা হয়ে গেল৷

যুক্তরাষ্ট্রের বিল্ডিং অ্যান্ড হোম সেফটি কোম্পানির প্রধান নির্বাহী জুলি রচম্যান বলেন, ‘‘আমরা বাড়ি নির্মাণের সময় লক্ষ্য করি না কোন ধরণের এলাকায় সেটি বানানো হচ্ছে, বরং আমরা যেভাবে থাকতে চাই সেইরকম করে মনের মত বাড়ি তৈরি করি৷''

জানা গেছে, বিশ্বব্যাপী নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত বছর বিমা কোম্পানিগুলোকে মোটা অঙ্কের গচ্চা দিতে হয়েছে৷ এর পরিমাণ ৩৬ বিলিয়ন ডলার৷ বিশেষ করে মার্কিন বিমা কোম্পানিগুলোর অবস্থা বেশ খারাপ৷ কারণ যেসব জায়গায় আগে কখনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি, সেসব জায়গা এখন অহরহ ঝড় বন্যার কবলে পড়ছে৷ যেমন লস অ্যাঞ্জেলেসে কয়েকদিন আগে হয়ে গেল স্মরণকালের বন্যা৷ এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যার ফলে বিমা কোম্পানিগুলোর মাথায় হাত৷ কারণ যে পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে তার অর্থ এখন যাবে তাদের পকেট থেকেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন