1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাক্তন মিস ইউনিভার্স শেখাবেন আগামী মিস ইউনিভার্সদের

২১ মে ২০১০

১৯৯৪-এর মিস ইউনিভার্স সুস্মিতা সেন যে স্বয়ং ৩০ জন বাছাই সুন্দরীকে ট্রেনিং দিচ্ছেন, তা'তে বলিউড অভিনেত্রী সন্ধ্যা মৃদুল'এর মতো সমঝদাররা বিশেষ খুশী৷

https://p.dw.com/p/NUOk
এবার নতুন ভূমিকায় দেকা যাবে সুস্মিতা সেনকেছবি: UNI

সন্ধ্যা এবং আরেক অভিনেত্রী অমৃতা রাও গোয়া'র ‘আই এ্যাম ট্যালেন্ট' পর্যায়ের বিচারক ছিলেন৷ ফাইনালিস্টরা সেখানেই ২৮শে মে মুম্বই'তে চূড়ান্ত দিনটির জন্য প্রস্তুত হচ্ছে, যেদিন তাদের একজন এ'বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হবে৷ - সন্ধ্যা মৃদুলের মতে সুস্মিতা তাদের নিজেকে বোঝার মতো আত্মবিশ্বাস দেবেন, তারা যে কে এবং তারা কীভাবে তাদের জাতীয় সত্তা বজায় রাখতে পারে৷ ‘‘বহু ভারতীয়দের প্রতিভা আছে, কিন্তু বিদেশে যেরকম ভাবে করে, সেভাবে আমরা তা ছোটবেলা থেকেই উৎসাহ দিই না৷ সুস্মিতা যে এ'বছর মিস ইউনিভার্স খেতাবটি আবার ভারতে ফিরিয়ে আনার কাজ হাতে নিয়েছেন, সেটা খুব ভালো কথা,'' বলেছেন সন্ধ্যা৷

বঙ্গললনা সুস্মিতা ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন৷ এবার তিনি ‘আই এ্যাম শি' প্রতিযোগিতার মাধ্যমে ভারতের বিভিন্ন শহর থেকে ৩০ জন সুন্দরীকে বাছাই করেছেন৷ ওদিকে ৩৪ বছর বয়সী সুস্মিতা ২০০০ সালেই একটি সন্তানকে দত্তক নেন, তারপরে আর একটি শিশুকে দত্তক নেন গতবছর৷ কিন্তু এবার তিনি চান তাঁর নিজের সন্তান৷ মুশকিল শুধু একটাই: সুস্মিতা নাকি আজও তাঁর ‘প্রিন্স চার্মিং'-এর জন্য অপেক্ষা করছেন!

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন