1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণের সূচনা হয়েছিল তিন বিলিয়ন বছর আগে

২০ ডিসেম্বর ২০১০

পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছিল ঠিক তিনশ কোটি বছর আগে৷ বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিন ন্যাচার এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীদের এই ধারণার কথা প্রকাশিত হয়েছে৷

https://p.dw.com/p/Qg92
ছবি: AP

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি-র বিজ্ঞানীরা সম্প্রতি পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তিন বিলিয়ন বছর আগে এই পৃথিবী নামক গ্রহটিতে প্রাণের বিকাশ শুরু হয়৷ জিনোমিক ফসিল গঠন করে এবং তার উপর দীর্ঘদিন পর্যবেক্ষণ করেই তাঁরা প্রাণের বিকাশের সময়সীমার শুরু নির্ধারণ করেছেন৷

বিজ্ঞানী এরিক আল্ম এবং লরেন্স ডেভিড জানিয়েছেন, পৃথিবীতে প্রানের বিকাশের শুরুটা অতি ক্ষুদ্র জিন তৈরির মাধ্যমে শুরু হয়৷ তবে বিশেষ অগ্রগতি লাভ করে আরও পরে৷ বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় গ্রেট অক্সিডেশন ইভেন্ট, তার মাধ্যমেই প্রাণের বিকাশ লাভ বিশেষভাবে গতি পায়৷ এর মাধ্যমে পৃথিবীর গোটা পরিমণ্ডল অক্সিজেনে পরিপূর্ণ হয়ে ওঠে৷ তার আগে যে প্রাণ ছিল সেটার অস্তিত্ব ছিল না বললেই চলে৷ তাঁরা জানান, বায়ুমণ্ডলে বিশাল পরিমাণে জ্বালানির আগমনের কারণেই প্রাণ দ্রুত বিকশিত হয়৷ এবং বর্তমান অবস্থানের দিকে ধাবিত হয়৷ এর পাশাপাশি প্রাণের গঠনও আগের চেয়ে জটিল রূপ ধারণ করে৷

বিজ্ঞানীদের নতুন এই গবেষণাকে জীব বিজ্ঞানের জন্য একটি বিশেষ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই