1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণ ফিরে পাবে বুড়িগঙ্গা

৬ এপ্রিল ২০১০

দখল হয়ে যাওয়া বুড়িগঙ্গা আবার প্রাণ ফিরে পাবে৷ বুড়িগঙ্গার দু‘তীরে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে৷ ৪ হাজার ২১টি অবৈধ স্থাপনা নভেম্বরের মধ্যে উচ্ছেদ করা হবে৷

https://p.dw.com/p/MoY6
বুড়িগঙ্গাছবি: AP

বুড়িগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনতে বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার কোটি টাকা৷

মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে বুড়িগঙ্গার দু‘তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে৷ ঢাকা জেলা প্রশাসন, পুলিশ, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও সরকারের বিভিন্ন সংস্থা একযোগে এই অভিযান চালায়৷ অভিযানে নেতৃত্ব দেন একজন ম্যাজিস্ট্রেট৷ প্রথম দিনের অভিযানে শতাধিক অবৈধ ঘরবাড়ি, শিল্প কারখানা ও অস্থায়ী স্থাপনা করা হয়েছে৷ অবৈধ স্থাপনার মালিকদের কেউ কেউ এর প্রতিবাদ জানান৷

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দানকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন জানান, হাইকোর্টের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে৷ হাইকোর্টের নির্দেশ সবার মেনে নেয়া আইনি কর্তব্য৷

এর আগে মোট নয় বার বুড়িগঙ্গার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে৷ কিছুদিন পরই দখলদাররা আবার ফিরে এসেছে৷ কিন্তু এবার তা প্রতিরোধ করা হবে৷ অভ্যন্তরীণ নৌপিরবহন কর্তৃপক্ষের কর্তকর্তা শরীফ আফজাল জানান, সীমানা পিলার দিয়ে বুড়িগঙ্গাকে চিহ্নিত করা হবে৷

এদিকে, একনেকের সভায় বুড়িগঙ্গা নদীর উন্নয়ন, ড্রেজিং ও নাব্যতা ফিরিয়ে আনতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার