1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণ হারাতে হলো আরো একজন সাংবাদিককে

১ সেপ্টেম্বর ২০১০

অজ্ঞাত পরিচয়ধারীদের ছুরিকাঘাতে মারা গেলেন সোমালিয়ার এক সাংবাদিক৷ ঘটনাটি ঘটেছে সোমালিয়ার প্রাণকেন্দ্র গালকায়ো অঞ্চলে৷

https://p.dw.com/p/P1mS
মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সোমালিয়ার সাংবাদিকদেরছবি: AP

নিহত সাংবাদিকের নাম আব্দুল্লাহ ওমর গেদি৷ তিনি দেশটির বেসরকারি ‘দালজির রেডিও'তে কাজ করতেন৷ গেদির সহকর্মী আব্দুল কাদের মোহাম্মদ বার্তা সংস্থা এএফপি'কে জানিয়েছেন, গেদি গত মঙ্গলবার অফিস শেষে ফেরার পথে ছুরিকাহত হন৷ পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান৷

UN Somalia Demonstration in Mogadishu
প্রায় বিশ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়াছবি: AP

মোহাম্মদ বলছেন, ‘‘অজ্ঞাত পরিচয়ধারীরা গেদিকে হামলা করেছিলো এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে৷ আমরা আসলে জানিনা তাঁকে কেন খুন করা হয়েছে৷ এই অঞ্চলের মধ্যে একজন ভদ্র সাংবাদিক হিসেবেই তিনি পরিচিত ছিলেন৷''

এই হামলার একজন প্রত্যক্ষদর্শী জামা মোয়ালিম আলী৷ হামলাকারীদের সম্পর্কে তিনি বলেন, ‘‘যতক্ষণ তাঁর জ্ঞান ছিল ততক্ষণ পযর্ন্ত তাঁকে বারবার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছিলো৷ তিনি যখন অজ্ঞান হয়ে পড়ে যান, তখন তারা পালিয়ে যায়৷'' তিনি বলেন, হামলাকারীরা আসলে কতজন ছিল অন্ধাকারে সেটা স্পষ্ট দেখা যায়নি৷

প্রায় বিশ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়া৷ আর সে দেশটিতে সাংবাদিকদের সবসময় বিপদ মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে৷ গত সপ্তাহে রাজধানী মোগাদিশুতে আরেকজন সাংবাদিক নিহত হন৷ ইসলামী জঙ্গিদের সঙ্গে আফ্রিকান ইউনিয়ন সমর্থিত সরকার পক্ষের সেনাদের সংঘর্ষের সময় বুলেটের আঘাতে নিহত হন তিনি৷ তারপরও এভাবেই ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছেন সোমালিয়ার সাংবাদিকরা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ