1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রীতি ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে জার্মানির জয়

৩০ মে ২০১১

আসন্ন ইউরো কাপের বাছাই পর্বের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারলো জার্মানি৷ রোববার উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে তারা জিতলো ২-১ গোলে৷ গত বছর বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও উরুগুয়ের বিরুদ্ধে জিতেছিলো জার্মানি৷

https://p.dw.com/p/11QOR
Germany's Mario Gomez (r) and Diego Lugano (2.v.r) of Uruguay vie for the ball during their soccer friendly match Germany vs. Uruguay at Rhein-Neckar-Arena stadium in Sinsheim, Germany, 29 May 2011. Photo: Ronald Wittek dpa/lsw
Deutschland gegen Uruguay 2011ছবি: picture alliance/dpa

তবে ম্যাচটি যে খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল তা বলা যাবে না, প্রীতি ম্যাচ বলেই হয়তো৷ ম্যাচটিতে দুই দলই অল্প কিছু সুযোগ পেয়েছে এবং তা থেকে জার্মানি বেশি ফায়দা তুলতে পেরেছে৷ খেলার ২০ মিনিটের মাথাতে প্রথম গোলটি করেন বায়ার্ন মিউনিখের মারিও গোমেজ৷ উরুগুয়ের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান গোমেজ, এরপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার গোল করেন তিনি৷ এরপর ৩৫ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় ইওয়াখিম ল্যোভের দল৷ এবার গোল করেন তরুণ খেলোয়াড় আন্দ্রে শুরলে৷ মেসুট ওৎসিলের কাছ থেকে বল পেয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন তিনি৷ তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে এসে প্রথম গোল পেলেন শুরলে৷ প্রথমার্ধ শেষ হয় ২-০ তেই৷ দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় একটি গোল শোধ করে দেয় উরুগুয়ে৷ জার্মানির পেনাল্টি বক্সে বল পেয়ে যান উরুগুয়ের মিডফিল্ডার ওয়াল্টার গার্নাগো, তার শট ঠেকাতে পারেননি মানুয়েল নয়ার৷ এর আগে অবশ্য আরও একটি গোল করেছিল উরুগুয়ে৷ দিয়েগো ফোরলানের শটটি নয়ার ঠেকানোর চেষ্টা করলেও তা গোল লাইনের ভেতরে চলে যায়৷ তবে লাইন্সম্যান সেটিকে অফ সাইডের পতাকা তুললে রক্ষা পায় স্বাগতিকরা৷

Germany's Mario Gomez (l) and Andre Schuerrle (r) celebrate after Schuerlle scored the 2-0 during their soccer friendly match Germany vs. Uruguay at Rhein-Neckar-Arena stadium in Sinsheim, Germany, 29 May 2011. Photo: Bernd Weißbrod dpa/lsw
Deutschland gegen Uruguay 2011ছবি: picture alliance/dpa

উল্লেখ্য, আগামী শুক্রবারই ভিয়েনাতে অস্ট্রিয়ার বিপক্ষে ইউরো কাপের বাছাইপর্বে নামছে জার্মানি৷ এরপর আগামী ৭ জুন ম্যাচ রয়েছে আজারবাইজানের বিপক্ষে৷ অন্যদিকে উরুগুয়ে প্রস্তুতি নিচ্ছে আগামী কোপা আমেরিকা কাপের, যা আগামী ১ জুলাই শুরু হবে আর্জেন্টিনাতে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য