1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমিকাকে খুনের দায়ে আটক তোহা

২৪ অক্টোবর ২০১০

রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্প নিয়ে সংঘর্ষ, আক্রান্ত সেনা ক্যাম্প৷ রয়েছে চট্টগ্রামে প্রেমিকাকে হত্যার দায়ে এক তরুণকে আটকের খবর৷ আর মাগুরায় অপর তরুণ বখাটে আটক হয়েছে শিক্ষক নির্যাতনের অভিযোগে৷

https://p.dw.com/p/PmCc
চট্টগ্রামে প্রেমিকের খাতে প্রেমিকা খুন (প্রতীকী ছবি)ছবি: bilderbox

রূপগঞ্জ রণক্ষেত্র

‘রূপগঞ্জে জমি কেনা নিয়ে তুলকালাম' - দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি৷ রাজধানীর অদূরে নারায়ানগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি গ্রহণ চলছিল৷ কিন্তু শনিবার এর প্রতিবাদে হাজার হাজার মানুষ পথে নামে৷ এসময় উত্তেজিত জনতার উপর গুলি চালানো হয়৷ এরপর জনতাও পাল্টা হামলা চালায় সেনা ক্যাম্পে৷ এই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘সেনাসদরের বক্তব্য: জমি কেনা হয়েছে বিধি অনুযায়ী'৷ রূপগঞ্জের ঘটনা নিয়ে শনিবার রাতে সেনাবাহিনী এক বিবৃতি প্রকাশ করেছে৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘জমি নিয়ে রূপগঞ্জ রণক্ষেত্র'৷

সারিমার প্রেমিক আটক

একাধিক গণমাধ্যম সারিমার প্রেমিককে আটকের খবর দিয়েছে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘আমিই খুন করেছি শাস্তি দিন, গ্রেফতারের পর বলেছে সৌরভ'৷ সারিমাকে সম্পর্কের বন্ধনে বেঁধে রাখতে ব্যর্থ হয়ে তাকে খুন করে সৌরভ৷ ইতিমধ্যে এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে এসএম তোহা ওরফে সৌরভ৷ এই বিষয়ে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘আত্মহত্যার ভয় দেখিয়ে ও কার্ড ফেরত দেওয়ার কথা বলে বন্ধুর বাসায় সারিমাকে নেওয়া হয়৷ তোহা গ্রেপ্তার, সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় খুন'৷

স্বস্তিতে নেই চট্টগ্রামবাসী

দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘স্বস্তিতে নেই চট্টগ্রামবাসী'৷ দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে যানজট, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ প্রকট৷ তাছাড়া পাহাড় কাটার ফলে ভূমিক্ষয় ও ধস চট্টগ্রামে নিয়মিত ঘটনা৷ ফলে, নগরবাসী মোটেই স্বস্তিতে নেই৷

ডিয়ার গ্রেপ্তার

‘মাগুরায় শিক্ষককে হামলাকারী ডিয়ার গ্রেপ্তার' - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ নারী সহকর্মীদের উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন শরিফুজ্জামান৷ জবাবে, বখাটেদের হামলার শিকার হন তিনি৷ এরপর পুলিশ অবশ্য বেশ তৎপরতা দেখিয়েছে৷ ইতিমধ্যে আটক করা হয়েছে বখাটে নেতা ডিয়ারকে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই