1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ দিল মেধা

২২ অক্টোবর ২০১০

খালেদাকে সেনানিবাসের বাড়ি দেওয়া চরম বেআইনি বলে মত হাইকোর্টের৷ রয়েছে চট্টগ্রামে বন্ধু বা প্রেমিকের ছুরিকাঘাতে তরুণী খুনের খবর৷ আর ধান নিয়ে কৃষকের আতঙ্ক নিয়ে প্রতিবেদন৷ এসবই জায়গা করে নিয়েছে আজকের গণমাধ্যমে৷

https://p.dw.com/p/PkZy
প্রতীকী ছবিছবি: bilderbox

সেনানিবাসের বাড়ি

‘খালেদাকে সেনানিবাসের বাড়ি দেওয়া চরম বেআইনি' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম এটি৷ খালেদার বাড়ি সংক্রান্ত এক রিট আবেদন বাতিল করে দেওয়া রায়ে হাইকোর্ট এই মন্তব্য করেছেন৷ রায়ে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের আদেশে ও রাষ্ট্রপতির অনুমোদনে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ইজারা দেওয়া চরম বেআইনি ও জনস্বার্থের পরিপন্থী৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘রাষ্ট্রীয় সম্পত্তি পছন্দের ব্যক্তিকে দিতে পারেন না রাষ্ট্রপতি'৷ দৈনিক সমকাল জানাচ্ছে, ‘রাষ্ট্রের সম্পত্তি যাকে খুশি দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতিরও নেই'৷ প্রকাশিত সংবাদগুলোতে হাইকোর্টের রায়কেই উল্লেখ করা হয়েছে৷

চট্টগ্রামে এক তরুণী খুন

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন, বন্ধুসহ আটক ২'৷ ১৯ বছর বয়সী সারিমা রহমান মেধাকে একটি বাড়ির ছাদে নিয়ে ছুরিকাঘাত করা হয়৷ মেধার প্রেমিকা সৌরভ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে দাবি তাঁর বন্ধুদের৷ এই ঘটনায় ইতিমধ্যে দু'জনকে আটক করেছে পুলিশ৷ তবে, সৌরভ এখনো পলাতক৷ একই বিষয়ে দৈনিক যুগান্তর জানাচ্ছে, ‘প্রেমিককে এড়িয়ে যাওয়াই কাল হলো সারিমার: চট্টগ্রামের প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু'৷ দৈনিক কালের কণ্ঠের কথায়, ‘পুলিশের দাবি প্রেমের বিরোধ, পরিবারের অস্বীকার৷ চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্রী খুন'৷

সিরাজগঞ্জে নিছক দুর্ঘটনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই সংক্রান্ত এক খবর প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘সিরাজগঞ্জের ঘটনা নিছক দুর্ঘটনা'৷ ক্ষমতাসীন ও বিরোধী দল এই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও আসলে এটি নিছক দুর্ঘটনা বলেই মত রেলওয়ের তদন্ত কমিটির৷

ধান আতঙ্ক

‘ধান নিয়ে আতংক' - দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি৷ হাতিয়ার চরে আনুমানিক ৪শ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ধান চাষ করা হয়েছে৷ কিন্তু ডাকাতদের কারণে এই ধান ঘরে তোলা নিয়ে শঙ্কিত কৃষকরা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন