1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্টের মৃতদেহ সনাক্ত করলেন জমজ ভাই

১১ এপ্রিল ২০১০

রাশিয়ার স্মলেনস্কি শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিনস্কি সহ দেশটির বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উর্ধ্বতন কর্মকর্তা৷ এই ঘটনায় শোক নেমে এসেছে পোল্যান্ড এবং রাশিয়ায়৷

https://p.dw.com/p/MstV
ছবি: AP

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ

রাশিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান পোল্যান্ডের প্রেসিডেন্ট সহ কমপক্ষে ৯৬ জন৷ স্বভাবতই এই ঘটনায় গভীর শোক নেমে এসেছে পোল্যান্ডে৷ ইতিমধ্যেই দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ব্রোনিস্লাভ কমরভস্কি৷ তিনি বলেন, দেশের এই শোকাবহ ঘটনার পর, আমরা সবাই একত্রিত হয়েছি৷ এখানে কোন বাম বা ডান পন্থী নেই৷ আমরা সকলে একসঙ্গে নিহতদের পরিবারবর্গের বেদনায় সমব্যথী৷

তবে, এই শোকের পাশাপাশি আরো যে খবরটি গুরুত্বপূর্ণ, তা হল পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন৷ কমরভস্কি জানিয়েছেন, আগামী ১৪ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা আমার দায়িত্ব৷ আর সেই ঘোষণার ৬০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে৷

Lech Kaczynski mit Ehefrau Maria
সস্ত্রীক লেখ কাচিনস্কি (ফাইল ফটো)ছবি: AP

অবশ্য নির্বাচনের দিন ঘোষণার আগে পোল্যান্ডের সবগুলি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনারও ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি৷

দুর্ঘটনার কারণ জানতে তৎপর রাশিয়া

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, পোল্যান্ডের শোকে সামিল হচ্ছে তাঁর দেশও৷ সমবেদনা জানাচ্ছে নিহতদের পরিবারবর্গকে৷ একইসঙ্গে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তা দ্রুত খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুটিন৷ তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই শোকাবহ ঘটনার কারণ খুঁজে বের করতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে৷

অবশ্য ইতিমধ্যেই রুশ বিমানবাহিনীর এক কর্মকর্তা দাবি করেছেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিনস্কি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনরত বিমানটির পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের কয়েকটি নির্দেশ উপেক্ষা করেছিলেন৷ শুধু তাই নয়, ভুল পথে যাবার পরও বিমানটিকে অন্য একটি বিমানবন্দরে অবতরণের জন্য বলেছিল এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকরা৷ কিন্তু তাও মানেননি পাইলট৷

দুর্ঘটনাস্থলে পোল্যান্ডের কোন কর্মকর্তা কি উপস্থিত হয়েছেন?

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এবং নিহত প্রেসিডেন্টের জমজ ভাই জারোস্লাভ কাচিনস্কি ইতিমধ্যেই রাশিয়ার স্মলেনস্ক শহরে পৌঁছে গেছেন৷ তাঁরা সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্ঘটনাস্থল৷ টুস্ক এই ঘটনাকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর পোল্যান্ডের সবচেয়ে শোকাবহ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন৷ অন্যদিকে, জারোস্লাভ তাঁর ভাই তথা নিহত পোলিশ প্রেসিডেন্টের মৃতদেহ সনাক্ত করেছেন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়