1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রয়োজনে লাগাতার হরতালও দেয়া হতে পারে: মোশাররফ হোসেন

৯ ফেব্রুয়ারি ২০১১

বিএনপি আবারো হরতাল দিতে পারে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন৷ তিনি বলেছেন, প্রয়োজনে লাগাতার হরতালও দেয়া হতে পারে৷ কারণ সরকার কোন দাবি না মেনে উল্টে বিরোধী দলকে হয়রানি করছে৷

https://p.dw.com/p/10DpR
বাংলাদেশে বিরোধী দলের হরতাল নতুন কিছু নয় (ফাইল ফটো)ছবি: AP

হরতালের পর বিএনপির দু'দিনের প্রতিবাদ কর্মসূচি শেষ হচ্ছে বুধবার৷ এর পর বিএনপি নতুন কর্মসূচি দেয়ার চিন্তা করছে৷ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে জানান, সরকার তাদের দাবি তো মানছেই না, উল্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজারের কেলেঙ্কারির জন্য বিরোধী দলকে দায়ী করছে৷ সরকারের এই অগণতান্ত্রিক মনোভাবের জন্য সরকারকে মূল্য দিতে হবে৷ তিনি জানান, ‘‘আজকের কর্মসূচি শেষ হলে বিএনপির নীতি নির্ধারকরা বসে আরো কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেবেন৷''

এই কঠোর কর্মসূচি কী ধরনের হতে পারে জানতে চাইলে তিনি বলেন, হরতালসহ লাগাতার হরতালও তাঁদের বিবেচনায় রয়েছে৷ সংসদে যাওয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখার জন্য বিএনপির সংসদীয় কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে৷ তারাই সিদ্ধান্ত নেবেন সংসদে যাওয়া না যাওয়ার ব্যাপারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন