1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লেলিস্ট তৈরির কাজে যন্ত্রকে পাল্লা দিচ্ছে মানুষ

ফিলিপ ক্রেচনার/এসবি২১ জুন ২০১৬

ইন্টারনেট-সর্বস্ব এই যুগে গান, চলচ্চিত্র, সিরিয়াল মানুষের হাতের মুঠোয় এসে গেছে৷ ‘অন ডিমান্ড' ব্যবস্থায় যখন খুশি সে সব দেখা বা শোনা যায়৷ কিন্তু ভালো গান, ভালো ছবির সন্ধান কে দেবে – যন্ত্র না মানুষ?

https://p.dw.com/p/1J9wc
ডয়চে ভেলের স্ট্রিমিং পরিষেবা
ছবি: Spotify

যারা স্ট্রিমিং পরিষেবা দেয়, তারা প্রায়ই পারস্পরিক পরামর্শের উপর নির্ভর করে৷ অর্থাৎ সংগীতের ক্ষেত্রে নিজের রুচির সঙ্গে অন্যান্য ইউজারদের রুচির তুলনা করা হয়৷ এর জন্য অ্যালগোরিদম ব্যবহার করা হয়৷ কিন্তু ফলাফল সবসময় মনের মতো হয় না৷ স্টেফান বাউমান তাই যন্ত্রের বদলে মানুষকে দিয়েই এই কাজ করাতে চান৷ তিনি বলেন, ‘‘সারা বিশ্বে উচ্চ মানের নতুন সংগীতের এই বিশাল সম্ভারের পরিপ্রেক্ষিতে আমরা অ্যালগোরিদম ও যন্ত্রের মাধ্যমে একটা প্রাথমিক তালিকা তৈরি করতে পারি৷ কিন্তু শেষ পর্যন্ত মানুষের জ্ঞানভাণ্ডার, চলতি প্রবণতা সম্পর্কে উপলব্ধিই কাজে লাগে৷''

যেমন ইয়ুলিয়া নল্টে৷ তিনি প্লেলিস্ট কিউরেটর হিসেবে কাজ করেন এবং সব প্ল্যাটফর্মের জন্য ডিজিটাল মিক্সটেপ তৈরি করেন৷ এভাবে তিনি লাখ লাখ ইউজারের কাছে পৌঁছে যান৷ নিজের কাজের সুবিধা সম্পর্কে তিনি বেশ সচেতন৷ নল্টে বলেন, ‘‘কোনো নতুন গান চালু হলে আমরা দ্রুত সেটিকে আমাদের প্লেলিস্টে যোগ করতে পারি৷ অথবা নতুন কোনো শিল্পীর সৃষ্টি যন্ত্র এখনো চেনে না৷ তখন আমরা সেই গানও প্লেলিস্টে রাখতে পারি – এমন জায়গায়, যা সবার চোখে পড়ে৷''

ভিডিও স্ট্রিমিং পরিষেবাও ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে৷ জার্মানিতে প্রতি ৫ জনের মধ্যে একজন এ ভাবে টেলিভিশন সিরিজ ও ছবি দেখেন৷ এ ক্ষেত্রেও একাধিক ইউজারের পরামর্শ কাজে লাগানো হচ্ছে৷

কিন্তু ভিডিও প্ল্যাটফর্মও শুধু যন্ত্রনির্ভর হতে পারে না৷ বেশ কিছু স্ট্রিমিং পরিষেবা অনেক প্রস্তাবিত সিরিয়ালের নমুনা ইন্টারনেটে প্রকাশ করে৷ ইউজারদের মূল্যায়ন ভালো হলে তবেই সিরিয়ালের শুটিং শুরু হয়৷

ইয়ুলিয়া নল্টে-ও এই কমিউনিটি থেকে নানা প্রতিক্রিয়া পান৷ এটা তাঁর প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস৷ মানুষই এই কাজ অনেক ভালো পারে বলে তাঁর দৃঢ় বিশ্বাস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান