1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ানের তুর্কি আসরে ফেটেল ও রেড বুলের জয় জয়কার

৯ মে ২০১১

গাড়ি দৌড়ের প্রতিযোগিতা ফরমুলা ওয়ানের তুর্কি আসরে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল৷ চলতি মৌসুমের চারটি আসরের তিনটিতেই বিজয়ী ফেটেল৷ রেড বুলকে শিরোপা এনে দিতে সাফল্যের পথেই রয়েছেন৷

https://p.dw.com/p/11Bp3
সেবাস্টিয়ান ফেটেল (মাঝখানে)ছবি: dapd

রবিবার তুর্কি গ্রঁ প্রি তথা ‘বড় পুরস্কারে'র এই গাড়ি দৌড়ের পর ৩৪ পয়েন্টে এগিয়ে ২৩ বছর বয়সি ফেটেল৷ ইস্তানবুল পার্ক সার্কিটের ৫.৩৩ কিলোমিটারের ৫৮টি পাক ঘুরে ৩০৯.৩৯ কিলোমিটার দূরত্বে পৌঁছতে ফেটেলের সময় লেগেছে এক ঘণ্টা ৩০ মিনিট ১৭.৫৫ সেকেন্ড৷ ফেটেলের হাতে রেড বুলের গড় গতি ছিল ঘণ্টায় ২০৫.৫৯ কিলোমিটার৷ এটি তাঁর পেশাগত জীবনের ১৩তম জয়৷ ফেটেল বললেন, ‘‘আসলে প্রত্যেকটা গাড়ি দৌড়েই যতো বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ৷ তবে আমরা দেখতেই পাই যে, কতো দ্রুত এটা পাল্টে যায়৷'' নিজের মৌসুম সেরা হওয়ার সম্ভাবনার ব্যাপারে ফেটেলের মন্তব্য, ‘‘শুরুটা ভালো হলে বেশ সুবিধা হয়, তবে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে৷''

রবিবার শুধু ফেটেল নয় বরং তাঁর দল রেড বুলের জন্যও বেশ আনন্দের৷ কারণ রেড বুলের অপর চালক অস্ট্রেলীয় মার্ক ওয়েবারও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফেরারির ফারনান্দো আলোনসোকে ছাড়িয়ে গেছেন৷ ফেটেলের চেয়ে মাত্র ৮.৮ সেকেন্ড বেশি সময় নিয়েছেন ওয়েবার৷ তাই রেড বুল প্রধান ক্রিস্টিয়ান হর্নারও বেশ খুশি দলের চালকদের গতি এবং শৃঙ্খলা দেখে৷ বললেন, ‘‘এটা একটা দারুণ বিজয়৷ চালকরা খুব ভালো করেছেন৷ চমৎকার কৌশল এবং গতি ছিল তাদের৷''

রবিবার স্প্যানিশ চালক আলোনসোর সময় লেগেছে ১০ সেকেন্ড বেশি৷ চতুর্থ স্থানে ম্যাকলারেন এর ব্রিটিশ চালক লুইস হ্যামিল্টন এবং তাঁর পরেই রয়েছেন মার্সিডিজ এর জার্মান চালক নিকো রোজব্যার্গ৷ তবে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন মার্সিডিজ এর জার্মান চালক মিশায়েল শুমাখার রবিবার গাড়ি দৌড় শেষ করেছেন ১২তম অবস্থানে থেকে৷ ফেরারির ব্রাজিলীয় চালক ফেলিপে মাসার চেয়েও একধাপ পেছনে পড়ে গেছেন শুমাখার৷

যাহোক, মৌসুমের ১৯টির মধ্যে চারটি দৌড়ের পর সেবাস্টিয়ান ফেটেলের পয়েন্ট ৯৩৷ ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস হ্যামিল্টন৷ ৫৫ পয়েন্ট মার্ক ওয়েবারের৷ ৪৬ পয়েন্ট তুলে চতুর্থ স্থানে জেনসন বুটোন৷ ফার্নান্দো আলোনসোর ঝুলিতে ৪১ পয়েন্ট৷ অবস্থান পাঁচের ঘরে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক