1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি ক্লাব লিও-র বিরুদ্ধে বায়ার্ন কোচের অভিযোগ

১৬ এপ্রিল ২০১০

আগামী ২১ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব লিও-র সঙ্গে খেলতে যাচ্ছে বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখ৷ কিন্তু তার আগে ফরাসি ফুটবল ফেডারেশনের নেওয়া একটি সিদ্ধান্ত বদলের দাবি করেছেন বায়ার্নের কোচ৷

https://p.dw.com/p/MxxE
বায়ার্ন কোচ লুইস ফান গালছবি: picture alliance/dpa

সেটি হলো লিও-র বিরুদ্ধে মোনাকোর ম্যাচের দিন বদলের সিদ্ধান্তটি৷ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ফরাসি লিগের এই ম্যাচটি হওয়ার কথা ছিল ২৪ এপ্রিল৷ তবে ফরাসি ফুটবল ফেডারেশন লিও ক্লাবের অনুরোধে সেটি পিছিয়ে দিয়েছে আগামী ১২ মে পর্যন্ত৷

কিন্তু ফরাসি ফুটবলের এই সিদ্ধান্ত নিয়ে বায়ার্ন কোচ লুইস ফান গালের এত মাথা ব্যাথা কেন? লিও-র বিরুদ্ধে ম্যাচের শিডিউলের দিকে তাকালেই সেটা বেশ স্পষ্ট হয়ে যায়৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিও-কে আসতে হচ্ছে মিউনিখে৷ এরপর ২৭ এপ্রিল ফিরতি লেগে লিওর নিজস্ব স্টেডিয়ামের তাদের মুখোমুখি হবে ফান গালের দল৷ এই দুই ম্যাচের মধ্যেই পড়ে গিয়েছিল ফরাসি ফুটবল লিগে মোনাকোর সঙ্গে লিও-র ম্যাচটি৷ আর সেমিফাইনালের প্রস্তুতির কথা চিন্তা করেই এই ম্যাচটি পেছানোর অনুরোধ করে ফরাসি ক্লাব লিও৷

তবে বায়ার্ন কোচ এই সুবিধা দিতে নারাজ প্রতিপক্ষকে৷ তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, উয়েফাকে অনুরোধ করবো এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার৷ ফরাসি ফুটবল ফেডারেশন মনে করছে লিগের ম্যাচ স্থগিত করে তারা তাদের নিজ দেশের দলকে বাড়তি সুবিধা দেবে যাতে করে তারা ফাইনালে যেতে পারে৷ কিন্তু এটা ঠিক নয়, এটি উয়েফার দেখা উচিত৷ উল্লেখ্য, ২০০১ সালে শিরোপা জেতার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো বায়ার্ন মিউনিখ৷ তাই স্বাভাবিকভাবেই বেশ সিরিয়াস এবার বায়ার্ন কোচ৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: ফাহমিদা সুলতানা