1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাগুনের আগুনের পোড়া...

১৩ ফেব্রুয়ারি ২০১৪

পহেলা ফাল্গুন৷ ঋতুরাজ বসন্তের আগমনী দিনের পরই পালিত হচ্ছে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই এই বিশেষ দিনটি নিয়ে লেখার ছড়াছড়ি৷

https://p.dw.com/p/1B83h
ছবি: Getty Images

প্রতি বছরের মতো এবারও ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসকে ঘিরে মনে মনে লেগেছে আনন্দের ঢেউ৷ সামহয়্যারইন ব্লগে অনেকেই লেখার বিষয় হিসেবে বেছে নিয়েছেন এই দিনটিকে৷ ছোট একটি ছড়া লিখেছেন শাহজাহান মুনির, ছড়ার নাম ‘ফাগুন এলো!' ছড়ায় তিনি লিখেছেন,

‘‘ফাগুন এলো ফাগুন এলো

কৃষ্ণচূড়ার ডালে,

এমন ফাগুন আসুক বারে

জীবন নায়ের পালে৷

উতলা ফাগুন জ্বালছে আগুন

পড়ছে মনে তারে,

এমন ক্ষণে মনের বনে

চাইছি তারে বারে৷

আসবে সখি হাসবে ভুবন

বইবে ফাল্গুধারা,

এক আশাতে মিলবো দু'জন

হবো বাঁধনহারা৷

ফাগুন আসুক সকল প্রাণে

সকল জীবনময়,

ফুলে ফুলে উঠুক ভরে

ফাগুন ভুবনময়৷''

একই ব্লগে এম এম করিম জানিয়েছেন ভালোবাসা নিয়ে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের কথা৷

'ভালোবাসার সেরা সিনেমাগুলো'- শিরোনামের লেখাটি পড়ে অনেকের অবশ্য মনে হতে পারে বিশ্ববিখ্যাত অনেক ছবিই তালিকায় স্থান পায়নি৷ স্বল্প পরিসরের একটি লেখায় সব ছবির নাম উল্লেখ করা অবশ্য সব সময়ই কঠিন৷

রিপন ইমরান আনন্দের পহেলা ফাল্গুনে লিখেছেন একেবারে ভিন্ন স্বাদের একটি লেখা৷ শিরোনাম, ‘ফাগুনের আগুনে পোড়া মানুষগুলো'৷ বিরোধী দলের আন্দোলনের সময় ছুড়ে মারা পেট্রোল বোমায় পুড়ে দীর্ঘদিন কষ্ট পাবার পর বৃহস্পতিবারই মৃত্যু বরণ করেছেন এক পুলিশ সদস্য৷

Bildergalerie Religiöse Feste in Bangladesch
ফাগুন এলো ফাগুন এলোছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

আনন্দের দিনে হৃদয়বিদারক এ বিষয়টি তুলে আনার পক্ষে যুক্তিও দেখিয়েছেন রিপন, লিখেছেন, ‘‘এই তো মাস খানেক আগেই প্রতিদিন পুড়ে যাওয়া মানুষের সংবাদ...ঢামেকের সামনে থেকে রিপোর্টারদের লাইভ রিপোটিং...আমাদের মতো ফালতুদের ফেবুতে নিহত-আহতদের জন্য মাছের মায়ের মরা কান্না...নেতাদের গোপন স্থানের কঠোর আল্টিমেটাম...আর সরকারি দলের প্রতিহতের ফাঁকা আওয়াজ...

সময় গড়িয়ে নতুন সময়...ব্যস সব ঠিকঠাক...নেতাদের ধবধবে ফর্সা পাঞ্জাবিতে বেলী ফুলের সুবাস...আবারো পূর্ণদ্যোমে গলাবাজি...ভাগাগিটাতো বরাবরই নিয়মমাফিক...আমরাও হাঁপ ছেড়ে বাঁচি...যাক তাহলে আবার সব শান্ত-শীতল..সব স্বাভাবিক...আগের মতো!!!

আসলেই কি আগেরই মতো???যে পরিবার হারিয়েছে স্বজন...যে শিশু হারিয়েছে পিতা...যে স্ত্রী হারিয়েছে স্বামী...যে পরিবারটি আজ নিঃস্ব...যাদের সব স্বপ্ন ভেঙে খানখান...তাদের কাছেও কী সব...!!!

আমরা ভুলে যাই...ভুলে যেতে হয়...তবে ওরা ভোলে না...ভুলতে পারবেও না...

এক বসন্ত শেষে নতুন বসন্তের আগমন...বসন্ত বরণে মাতোয়ারা দেশ...নেতারা চির বসন্তের দেশেই থাকেন...আর আমাদেরই শুধু ফাগুনের আগুন পোড়ায়...আমরা শুধু পুড়তেই থাকি.... ''

সংকলন আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য