1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফারুক হোসেনের মৃত্যু নিয়ে আলোড়ন

২ জুলাই ২০১০

বিএনপি'র ডাকা হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারুক৷

https://p.dw.com/p/O8fW
ঢাকায় আগুন এর আগেও জ্বলেছে (ফাইল ফটো)ছবি: AP

‘সমকাল'এর প্রতিবেদক গেন্ডারিয়ায় ফারুকদের বাসায় গিয়ে দেখে এসেছেন শোকের সে দৃশ্য, প্রতিবেদক যা'কে বলেছেন ‘শোকের মাতম'৷ অপরদিকে রমনা থানার ওসি সমকাল'কে বলেছেন যে, মগবাজার রেলক্রসিং'এর কাছে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামী'র তিন নেতাকে চারদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত৷ ফারুকের মৃত্যুতে একদিকে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর শোকপ্রকাশ ও মন্তব্য৷ অপরদিকে, ‘দৈনিক জনকণ্ঠ'এর বিবরণ: ফারুকের মৃত্যুর পর তাঁর মা নাকি শুধু চিৎকার করে বলছিলেন, ‘ওরা পোড়া লাশ চেয়েছিল, আমার ছেলে হলো ওদের বলি'৷

বড়পুকুরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'এর খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালে খনির দু'টি ফটকে নিষেধাজ্ঞার নোটিশ টাঙিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ৷ বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে বলেছেন যে, বুধবার কাজের বাইরে থাকা শ্রমিকরা কর্মরতদের বাধা দেওয়ার ফলে নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ ১১ই মে'র দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জার্মানি ও চীনের পরামর্শকরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন৷

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠক

বিএনপি'র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক ছিল ২৭শে জুন রাতে৷ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির পর সে বৈঠক অনুষ্ঠিত হয়৷ গতকাল গুলশানে রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে জরুরি বৈঠকে বসেন, তা'তে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান৷ এছাড়া দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, সমকাল, প্রথম আলোসহ প্রায় সব পত্রিকায় বিশেষ খবর হয়েছে আটক জামায়াত নেতাদের নিয়ে জিজ্ঞাসাবাদ, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া ও জামায়াতের তৎপরতার বিষয়৷ খবরে বলা হচ্ছে, বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর নির্যাতন ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান৷ তিনি জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলোওয়ার হোসেন সাঈদীসহ বিএনপি'র আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই