1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার অবস্থা তমাসাচ্ছন্ন বলে মনে করছেন ক্যামেরন: রিপোর্ট

২৮ মে ২০১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মনে করেন ফিফার অবস্থা ‘তমাসাচ্ছন্ন’৷ ডাউনিং স্ট্রিটের একটি সূত্রের বরাত দিয়ে শনিবার ‘দ্য টাইমস’ সংবাদপত্র এই খবর দিয়েছে৷

https://p.dw.com/p/11Pip
ফাইল ছবিছবি: AP

জুরিখ ভিত্তিক ফুটবলের ঐ শীর্ষ সংগঠনটি বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধেও তদন্ত শুরু করবে এই ঘোষণা দেওয়ার পরে আসন্ন ফিফার প্রেসিডেন্সি পদের জন্যে লড়াই এক জটিল সমস্যার মুখে পড়েছে৷

আগামী ১লা জুন ফিফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ রবিবার এথিক্স কমিটির সামনে হাজির হতে হবে বর্তমান প্রেডিডেন্ট সেপ ব্লাটার ও তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিন হাম্মামকে৷ বিন হাম্মামের বিরুদ্ধে ভোট কেনার ও ব্লাটারের বিরুদ্ধে এই ঘটনা জেনেও চুপ করে থাকার অভিযোগ আনা হয়েছে৷ প্রথমে শুধু বিন হাম্মামকে কাঠগড়ায় তোলা হলেও, পরে তাঁর দাবি মেনেই এবার ব্লাটার'এর বিরুদ্ধেও তদন্ত হচ্ছে৷ অর্থাৎ নির্বাচনের ঠিক তিনদিন আগে শীর্ষ পদপ্রার্থী দুই প্রতিদন্দ্বীকেই দাঁড়াতে হবে কমিটির সামনে৷

ডাউনিং স্ট্রিটের ঐ সূত্র দ্য টাইমস'কে বলেছে, প্রধানমন্ত্রী নিজের কাছে এবং জনগণের সামনে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তিনি মনে করেন, ফিফার কাজকর্ম আরো বেশি তমাসাচ্ছন্ন হয়ে পড়েছে৷ নগদ অর্থের বিনিময়ে ভোট কেনার যে অভিযোগ বিন হাম্মামের বিরুদ্ধে আনা হয়েছে সে সম্পর্কে ব্লাটার জানেন বলে দাবি করার পরেই ব্লাটারকে এথিক্স কমিটির সামনে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে৷

এদিকে, ব্রিটিশ ক্রীড়ামন্ত্রী হাগ রবার্টসন ফিফার নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন৷ দ্য টাইমস জানিয়েছে, ক্রীড়ামন্ত্রীর ঐ আহ্বানকে ক্যামেরন সমর্থন করেছেন বলে ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান