1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী ব্লাটার এবং হাম্মাম

২২ মার্চ ২০১১

আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফার প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জুন মাসে৷ এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউইএফএ’র সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মিশেল প্লাতিনি৷

https://p.dw.com/p/10fFX
ব্লাটারছবি: dapd

ফিফার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার-এর তুখোড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন মোহামেদ বিন হাম্মাম৷ আজ অর্থাৎ মঙ্গলবার প্যারিসের এক বিলাসবহুল হোটেলে ব্লাটার এবং হাম্মাম দিনের অধিকাংশ সময় ব্যয় করবেন৷ ইউইএফএ কংগ্রেসের জন্যে সেখানে ৫৩টি ইউরোপীয় এ্যাসোসিয়েশনের সদস্য সমবেত হয়েছে৷ মার্কিন সাংবাদিক গ্র্যান্ট ওয়ালও সেখানে ছিলেন৷ আশা করা হচ্ছে তিনি ‘প্রোটেস্ট ক্যান্ডিডেট' হিসেবে নির্বাচনে দাঁড়াবেন৷ এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউইএফএ’র সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মিশেল প্লাতিনি৷

Michel Platini
নিজের জায়গা পাকা করে নিলেন প্লাটিনিছবি: AP

ফিফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের জুরিখে, জুনের ১ তারিখে৷ ইউইএফএ-র ৫৩ সদস্যও সেখানেই ভোট দেবে৷ ফিফার সদস্য সংখ্যা ২০৮, যার মধ্যে ইউরোপের দেশগুলির বিশেষ গুরুত্ব রয়েছে৷

ব্লাটার ১৩ বছর ধরে ফিফার প্রেসিডেন্ট পদে আসীন রয়েছেন৷ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন৷ নির্বাচনের সময়ে কোন বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হবে, প্রতিনিধিরাও সে সম্পর্কে কিছু বলেননি৷

এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসি-র প্রেসিডেন্ট বিন হাম্মাম ব্লাটারের সাবেক ঘনিষ্ঠ বন্ধুও বটে৷ হাম্মাম বলেছেন, সুইস নেতৃত্বে ফুটবল স্থবির হয়ে পড়েছে৷ তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ব্লাটার সাহেব আট বছরের জন্যে দুটি ম্যানডেট চেয়ে এসেছিলেন, পরে তিনটি ম্যানডেট নিয়ে ১২ বছর কাটিয়েছেন, এখন তাঁর চতুর্থ ম্যানডেট চলছে এবং সত্যি কথা বলতে কি, গত তিন চার বছরে ফুটবলে তেমন কোন পরিবর্তন হয়নি৷'' হাম্মাম বলেন, ‘‘এশিয়ান কনফেডারেশনে আমার প্রেসিডেন্সির পুরো সময়টা ফুটবলের জন্যে কিছু না কিছু করতে আমি আত্মনিয়োগ করেছি, ফুটবলের জন্যে আমার ভালোবাসা এবং ফিফার নির্বাহী কমিটিতে আমার সদস্যপদ রয়েছে৷ কিন্তু আমি কোনকিছু নড়তেও দেখিনি এবং কোন বড় পরিবর্তন হতেও দেখিনি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন