1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার শীর্ষ কর্তাদের উপর ‘চাপে’র কথা বললেন প্লাটিনি

২০ নভেম্বর ২০১০

ইউরোপীয় ফুটবলের প্রধান মিশেল প্লাটিনি বলেছেন, বিশ্ব কাপের আয়োজক দেশ নির্বাচনের যে রীতি রয়েছে তাতে শীর্ষ কর্মকর্তাদের ওপরে একধরণের ‘চাপ’ থাকে বলে তিনি মনে করেন৷

https://p.dw.com/p/QEHR
UEFA, President, Michel, Platini, ফুটবল, ইউরোপীয়, প্রধান মিশেল, প্লাটিনি, ফিফা
ইউরোপীয় ফুটবলের প্রধান মিশেল প্লাটিনি (ফাইল ছবি)ছবি: AP

২০১৮ এবং ২০২২-এর আয়োজক দেশ নির্বাচন প্রস্তুতির প্রসঙ্গ টেনে তিনি এই কথা বলেছেন শনিবার৷ ফিফার নির্বাহী কমিটির সদস্য প্লাটিনি বিশ্ব কাপের আয়োজক দেশ নির্বাচন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আয়োজন, এক বিশাল অর্থনৈতিক ব্যাপারও বটে৷ সুইশ সংবাদপত্র ‘টাগেস-আনসাইগার'কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউইএফএ-র প্রধান বলেন,‘‘নির্বাচনের এই রীতিতে কিছুটা পরিবর্তন আনার ব্যাপারে আমরা কথা বলতে পারি''৷ বর্তমানের ‘খারাপ সময়'টা পার হয়ে যাবার পরে এই ধরণের সংস্কারের পরামর্শ দেন তিনি৷ প্লাটিনি বলেন, ‘‘ যাঁর ভোটাধিকার রয়েছে, তাঁর ওপরে একটি আয়োজক দেশের প্রার্থী কী ধরণের চাপ প্রয়োগ করতে পারে তা যে কেউ কল্পনা করতে পারবেন৷''

ফিফার নির্বাহী কমিটিতে ২৪ জন সদস্য রয়েছেন৷ আয়োজক দেশ নির্বাচনের জন্যে তাঁদের ভোট অত্যন্ত মূল্যবান৷ প্লাটিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া৷ ফিফার ২০৪ টি সহযোগী রয়েছে৷ ইউরোপের আছে ৫৩টি ভোট, আফ্রিকার ৫৩টি, দক্ষিণ আমেরিকার আছে ১০টি৷

ফিফা বৃহস্পতিবার নির্বাহী কমিটির ২ জন সদস্যকে বরখাস্ত করেছে৷ ২০১৮ এবং ২০২২ সালের বিশ্ব কাপ ফুটবলের আয়োজক দেশ নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে৷ এই বিষয়টি নিয়ে দুর্নীতি বা নীতিগত বিষয়গুলো রক্ষা করা হচ্ছে না, বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরে তাঁদের বরখাস্ত করা হয়৷ আয়োজক দেশ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো৷ তবে বরখাস্তকৃত দুজন কর্মকর্তাই বলেছেন, তাঁরা আপিল করবেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য