1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে আসছেন আর্নল্ড শোয়ারৎসেনেগার

১৩ ফেব্রুয়ারি ২০১১

আস্তা লা ভিস্তা বেবি – কথাগুলো কার না মনে আছে? স্প্যানিশ ভাষায় এর অর্থ হল বিদায়৷ কথাগুলো বলেছিলেন জনপ্রিয় অ্যাকশান হিরো আর্নল্ড শোয়ারৎসেনেগার৷ তিনি বিদায় জানিয়েছিলেন৷ আবারো ফিরে এসেছেন হলিউড কাঁপাতে৷

https://p.dw.com/p/10GRP
আবার অভিনয়ে আসছেন আর্নল্ড শোয়ারৎসেনেগারছবি: AP

বডি বিল্ডিং থেকে হলিউড, হলিউড থেকে গভর্নর – অনেকেই তাঁকে ডাকতেন গভর্নেটর বলে৷ হ্যাঁ, তিনি আর্নল্ড শোয়ারৎসেনেগার৷ রাজনৈতিক অঙ্গন থেকে তিনি ফিরে আসছেন আবারো হলিউডের ঝলমলে জগতে৷ ক্যালিফোর্নিয়ার গভর্নর থাকতেই তিনি বলেছিলেন,‘আই উইল বি ব্যাক' অর্থাৎ আমি ফিরে আসবো৷ আর এ সপ্তাহেই তিনি বললেন,‘আই অ্যাম ব্যাক' অর্থাৎ আমি ফিরে এসেছি৷

গত বৃহষ্পতিবার তিনি জানান, হলিউডের এ্যাকশান হিরো হিসেবেই তিনি ফিরে আসতে চান৷ টুইটারে তিনি নিজেই লিখেছেন, ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি আমাকে গত সাত বছর ধরে প্রশ্ন করে আসছিল – কবে তাদের সঙ্গে আমি ছবি তৈরির চুক্তিতে সই করবো৷ আজ আমি তাদের জানিয়েছি খুব শীঘ্রই৷

৬৩ বছর বয়স্ক এই অভিনেতা গত আট বছর ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ তবে তিনি চলচ্চিত্র জগতে আবারো ফিরে আসবেন কিনা তা নিয়ে অনেকের মনেই ছিল সন্দেহ৷ সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘দ্য এক্সপেন্ডেবলস' ছবিতে৷ সেখানে শোয়ারৎসেনেগারের পাশে দেখা গেছে আরেক হিরো সিলভেস্টার স্ট্যালোনকে৷ ২০০৩ সালে যখন তিনি ঘোষণা দেন যে, তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, তখন অনেকেই মন খারাপ করেছিল৷ আবারো তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবেন এই জনপ্রিয় তারকা৷

বলা প্রয়োজন, ‘আই উইল বি ব্যাক' এই বাক্যটি শোয়ারৎসেনেগার প্রথম ব্যবহার করেছিলেন ১৯৮৪ সালের টার্মিনেটরের প্রথম পর্বে৷ এই জনপ্রিয় উক্তি দিয়েই তিনি প্রমাণ করলেন তিনি আসলেই ফিরে এসেছেন৷ এরপর টার্মিনেটরের দ্বিতীয় পর্বে বলেছিলেন,‘আস্তা লা ভিস্তা বেবি' অর্থাৎ বিদায়৷ আর আমরা ? আমরা কী বলতে পারি? ওয়েলকাম ব্যাক আর্লন্ড শোয়ারৎসেনেগার, ওয়েলকাম ব্যাক৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরি