1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে আসছেন শার্লক হোমস

১৯ জানুয়ারি ২০১১

বিশ্বখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস আবার নতুনভাবে ফিরে আসছেন৷ নতুন উপন্যাসের মধ্য দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে লন্ডনের বেকার স্ট্রিটের কল্পিত এই গোয়েন্দা চরিত্রকে৷

https://p.dw.com/p/zzaB
ফিরছেন শার্লক হোমসছবি: dpa

লেখক সার আর্থার কোনান ডয়েল'এর স্টেটের কাছ থেকে এই উপন্যাস লেখার দায়িত্ব পেয়েছেন টিন এজ গোয়েন্দা চরিত্র অ্যালেক্স রিডারের লেখক অ্যান্টনি হরোউইৎস৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশ করা হবে এই উপন্যাসটি৷

Jeremy Brett
জেরেমি ব্রেট – শার্লক হোমস চরিত্রে যাঁর অভিনয় অমর হয়ে রয়েছেছবি: Picture-Alliance / Photoshot

অ্যান্টনি হরোউইৎস বলেন, ‘‘আমার বয়স যখন ১৬ ছিলো তখনই আমি শার্লক হোমস'এর গল্পের প্রেমে পড়ি৷ তখন থেকে আমি বহুবার এই বইগুলো পড়েছি৷ তাই বিশ্বখ্যাত এই চরিত্রটি নিয়ে যখন লেখার সুযোগ পেলাম, সেই লোভ সংবরণ করতে পারিনি আমি৷ আধুনিক পাঠকদের কথা মাথায় রেখে শার্লক হোমস'কে নিয়ে একটি উৎকৃষ্ট মানের গোয়েন্দা উপন্যাস লেখার ইচ্ছা আমার, যা থেকে পাঠকরা সত্যিকার অর্থেই রহস্যের গন্ধ পাবেন৷''

তবে এই গোয়েন্দা চরিত্র নিয়ে নতুন গল্পটি কেমন হবে কিংবা উপন্যাসটির নামই বা কী হবে, তা সম্পর্কে এখনও কিছু ফাঁস করা হয়নি৷

Arthur Conan Doyle
সার আর্থার কোনান ডয়েলছবি: picture alliance / united archives

স্কটিশ লেখক আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমস৷ তবে গোটা বিশ্বে অনেক ভক্তই তাঁকে রক্তমাংসের মানুষ হিসেবে মনে করে৷ কোনান ডয়েল এই চরিত্রটি নিয়ে চারটি উপন্যাস এবং ৫৬ টি ছোটো গল্প লিখেছিলেন৷ ১৮৮৭ সালে প্রকাশ করেন শার্লক হোমস'কে নিয়ে লেখা তাঁর প্রথম উপন্যাস৷ ১৮৮০ থেকে ১৯০৭ সময়কালের চিত্র ফুটে উঠে কোনান ডয়েলের উপন্যাসে৷ যেখানে শার্লক হোমস'কে দেখা যায় লন্ডনভিত্তিক একজন পেশাদার গোয়েন্দা হিসেবে৷ যিনি বিচক্ষণতার সঙ্গে কোনো ঘটনার যুক্তিসংগত কারণ খুঁজে বের করতে পারেন৷ প্রায় ক্ষেত্রে যেকোনো ধরণের ছদ্মবেশ ধারণ করা এবং ফরেনসিক বিজ্ঞানের মাধ্যমে জটিল ঘটনার সমাধানের জন্য বিখ্যাত এই চরিত্রটি৷

কোনান ডয়েল তাঁর লেখায় এই চরিত্রটিকে হত্যা করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু পাঠকদের চাপের কারণে শেষ পর্যন্ত তা করতে পারেননি তিনি৷ হোমস এবং তাঁর সহকারী ডা. ওয়াটসন চরিত্রটি নিয়ে অনেক সিনেমা এবং নাটক হয়েছে৷ কিন্তু ১৯১৫ সালে এই চরিত্রটি নিয়ে শেষ উপন্যাস বের হওয়ার পর এবারই প্রথম কোনান ডয়েলের স্টেট শার্লক হোমসকে নিয়ে নতুন গল্প লেখার অনুমোদন দিলো৷

এর মধ্যে অবশ্য শার্লক হোমস'এর মূল চরিত্র অবলম্বনে বিবিসি কয়েকটি কাহিনীর ভিত্তিতে একটি সিরিজ চালু করেছে৷ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত একবিংশ শতাব্দীর এই হোমস খুব সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন