1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাসিনোতে হামলা ‘অদ্ভুত ডাকাতির ঘটনা’

২ জুন ২০১৭

ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার এক ক্যাসিনোতে বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় ৩৬ জন প্রাণ হারিয়েছেন৷ তবে পুলিশের দাবি, এটি সন্ত্রাসী হামলা নয়, ডাকাতির ঘটনা হতে পারে৷

https://p.dw.com/p/2e1Np
Philippinen Anschlag im Hotelkomplex Resorts World Manila
হামলার পর কমপ্লেক্সের অবস্থাছবি: Reuters/E. De Castro

ক্যাসিনোটি ম্যানিলার অভিজাত এলাকার ‘রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা’ কমপ্লেক্সে অবস্থিত৷ কমপ্লেক্সে ক্যাসিনো ছাড়াও আছে হোটেল, রেস্তোরাঁ আর কেনাকাটার দোকান৷

পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোজা সাংবাদিকদের বলেন, ‘‘এটি সন্ত্রাসের কোনো ঘটনা নয়৷ এর সঙ্গে সহিংসতা, হুমকি ও ভয়ের মতো কোনো বিষয় ছিল না, যা থেকে প্রমাণিত হতে পারে যে, এটি একটি সন্ত্রাসবাদী হামলা৷’’

ডেলা রোজা ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, হামলাকারী কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন৷ মনে হচ্ছে, এটি ‘উন্মত্ত’ এক ব্যক্তির উদ্ভট ডাকাতির ঘটনা৷

হামলাকারীর হাতে একটি এম-৪ অ্যাসল্ট রাইফেল ও এক বোতল গ্যাসোলিন ছিল বলে জানান ডেলা রোজা৷ তিনি বলেন, ‘‘হামলাকারী একাই ছিলেন৷ তিনি ক্যাসিনোর একটি গেমিং রুমে ঢুকে প্রথমে সেখানে থাকা একটি বড় টিভি স্ক্রিনে গুলি চালান৷ তারপর একটি গেমিং টেবিলে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেন৷ আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটে৷’’ ঘরে থাকা দাহ্য কার্পেটের জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ম্যানিলার পুলিশ প্রধান অস্কার আলবায়ালডে৷

এদিকে, ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর হামলাকারী আত্মহত্যা করেন বলে জানান দেশটির পুলিশ প্রধান ডেলা রোজা৷ তিনি বলেন, কমপ্লেক্সের একটি হোটেল রুমে মোটা এক কম্বলের নীচে তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ কম্বলের উপর গ্যাসোলিন ঢেলে আগুন লাগিয়ে তিনি আত্মহত্যা করেন৷

ডেলা রোজা বলেন, হামলাকারী ক্যাসিনোর একটি স্টক রুমে গুলি চালিয়ে সেখান থেকে জুয়ার চিপ নিয়ে তার পিঠের ব্যাগ ভর্তি করেছিলেন৷ এই চিপগুলোর মূল্য প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন ডলার৷ এরপর হামলাকারী ক্যাসিনোর গেমিং রুম ছেড়ে কমপ্লেক্সের হোটেল সেকশনে চলে যান৷ তবে সেই সময় তিনি তাঁর পিঠের ব্যাগটি ফেলে যান বলে জানিয়েছেন পুলিশ প্রধান৷

হামলার ঘটনায় আহত ৫৪ জনের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

উল্লেখ্য, ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন ধরে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর প্রতি আনুগত্য প্রদর্শনকারী জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে৷ অভিযান শুরুর আগে ঐ এলাকায় সামরিক আইন জারি করেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)