1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপিন্সের ‘মিস্টার গে’ ফ্যাশন ডিজাইনার অ্যাবুয়েল

৬ সেপ্টেম্বর ২০১০

বিশ্বের সমকামীদের মধ্য থেকে সেরা সুন্দর বাছাই করতে প্রস্তুতি নিচ্ছে ম্যানিলা৷ এদিকে, তৃতীয় এই আন্তর্জাতিক আসরের জন্য স্বাগতিকদের প্রতিনিধি নির্বাচিত হলেন ফিলিপিনো-আরব ফ্যাশন ডিজাইনার শেরউইন অ্যাবুয়েল৷

https://p.dw.com/p/P4ve
ফিলিপিন্স,‘মিস্টার গে’, ফ্যাশন ডিজাইনার, অ্যাবুয়েল
ফাইল ছবিছবি: AP

ফিলিপিন্সের ‘মিস্টার গে' প্রতিযোগিতায় ম্যানিলার নাইট ক্লাবের আড়ম্বরপূর্ণ আসরে অংশ নেন পেশিবহুল ১৫ জন সমকামী৷ দেহের নির্দিষ্ট অংশে খুব সংক্ষিপ্ত পোশাক থাকলেও জাঁকজমক আর সাজে ছিল নানা বাহার৷ রূপকথার দৈত্য থেকে শুরু করে নানা দেবতার সাজে সেজেছিলেন অনেকে৷ তবে সেরা গে'র মুকুট বিজয়ী অ্যাবুয়েল নিয়েছিলেন মার্কিন পপ তারকা লেডি গাগার সর্বশেষ হিট পারফর্মেন্সের সাজ৷

৩৪ বছর বয়সি অ্যাবুয়েল বললেন, ‘‘সমকামী হওয়াটা আসলে আমার বাছাই করে নেওয়ার মতো কোন বিষয় নয়৷ বরং আমি সমকামী হয়েই জন্মেছি এবং আমি এটাকে ভালোবাসি৷'' তিনি বলেন, ফিলিপিন্স ধর্মপ্রাণ ক্যাথলিক দেশ হলেও এখানে আমি কখনো বৈষম্যের শিকার হইনি৷

উল্লেখ্য, ফিলিপিন্স এশিয়ার প্রথম কোন দেশ যেখানে বিশ্বের সমকামীদের মধ্যে সেরা সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মার্চ মাসে৷ বার্ষিক এই প্রতিযোগিতাটির এটি হবে তৃতীয় আসর৷ এর আগের দু'টি আসর বসেছিল ক্যানাডা এবং নরওয়েতে৷

গত দশক থেকেই সমকামীদের জন্য দরজা উন্মুক্ত হয়েছে ম্যানিলার৷ এশিয়ায় প্রথমবারের মতো সমকামীদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল ম্যানিলায় ১৯৯৪ সালে৷ আর সম্প্রতি ফিলিপিন্সে তৈরি হয়েছে সমকামীদের একটি রাজনৈতিক দল৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে এমন উদ্যোগ এটিই প্রথম৷ স্থানীয় ভাষায় ‘অ্যাঙ্গ ল্যাডল্যাড' নামের এই দল গত মে মাসের জাতীয় নির্বাচনে পেয়েছে এক লাখ বিশ হাজার ভোট৷ এছাড়া দেশটির সামরিক বাহিনীতে কাজ করারও পূর্ণ অধিকার রয়েছে সমকামীদের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম