1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েলি শিশুর জন্ম

১২ ফেব্রুয়ারি ২০১১

ইসরায়েলের এক নারী তাঁর পুত্র সন্তানের জন্ম দিলেন ফিলিস্তিনের একটি হাসপাতালে৷ দুর্লভ হলেও ঘটেছে এই ঘটনাটি৷

https://p.dw.com/p/10G58
ছবি: bilderbox.com

ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে শত্রুতার সম্পর্ক সেই দীর্ঘদিনের৷ নানা অজুহাতে একে অপরের উপর হামলা চালানো তাদের নিত্যনৈমিত্তিক ঘটনা৷ তারপরেও ফিলিস্তিনি ভূ-খন্ডে ইসরায়েলি শিশুর জন্ম যেন দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করলো৷

আর এই ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই মা'কে, যার নাম নিসরিন চায়েদ্রি৷ জন্মগতভাবে তিনি ইহুদি হলেও পরে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন৷ তিনি বলেন, গত বুধবার তিনি পশ্চিম তীরের শহর রামাল্লায় বাজার করছিলেন৷ সেসময় তাঁর প্রসব বেদনা শুরু হয়৷ তাঁর স্বামী তাড়াহুড়া করে তাকে পাশের হাসপাতালে নিয়ে যান৷ আর সেখানেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি৷

নিরাপত্তার কারণে ফিলিস্তিনি এলাকার মধ্যে ইসরায়েলের ইহুদিদের প্রবেশ নিষেধ৷ কিন্তু ইসরায়েলি আরব নাগরিকদের ক্ষেত্রে সেই ধরণের তেমন কোনো বাধা নেই৷ ফলে তারা ফিলিস্তিনের চিকিৎসা সেবা নিতে পারেন৷ যদিও ইসরায়েলের চিকিৎসা সেবার কাছে ফিলিস্তিনের চিকিৎসাসেবা একেবারেই উন্নত নয়৷

তবে নিসরিন বলেন, তিনি ভিআইপি চিকিৎসাসেবা পেয়েছেন৷ তাঁর জন্য সেই হাসপাতালে হিব্রু ভাষায় কথা বলতে পারেন এমন একজন ডাক্তারের ব্যবস্থা করা হয়েছিলো৷ রামাল্লার মেয়র হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন৷ এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে ফুলের তোড়া উপহার পাওয়া তো কম কথা নয়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী