1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিল্মফেয়ার অনুষ্ঠান বর্জন করলেন বচ্চন

২৮ ফেব্রুয়ারি ২০১০

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বলিউডের শীর্ষ পদক জয় করলেন ভারতের চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন৷ তবে একটি ট্যাবলয়েড পত্রিকার সাথে দ্বন্দ্বের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত পদক গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন না বচ্চন৷

https://p.dw.com/p/MEX0
অমিতাভ বচ্চন (ফাইল ছবি)ছবি: EROS Verleih

তবে একইসাথে পুরস্কারটিও বর্জন করবেন কি না তিনি তা এখনও স্পষ্ট নয়৷

৬৬ বছর বয়সি এই তারকা ‘পা' অর্থাৎ পিতা নামের একটি ছবিতে দ্রুত বুড়ো হয়ে যাওয়ার অবস্থা তথা প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুর চরিত্রে অভিনয়ের জন্য এই সম্মানজনক পদক লাভ করেন৷ একই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন বিদ্যা বালান৷ ঐ ছবিতে অমিতাভ বচ্চনের বাস্তব জীবনের সন্তান অভিষেক বচ্চনও অভিনয় করেন৷ তবে ভারতের হিন্দি ভাষার চলচ্চিত্র জগতের অস্কার হিসেবে খ্যাত ফিল্মফেয়ার পুরস্কার এর ৫৫তম পর্ব বর্জন করলেন পিতা-পুত্র দু‘জনেই৷

অভিষেকের স্ত্রী সাবেক বিশ্ব সুন্দরী ও তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই'এর সন্তান হবে না - এমন একটি প্রতিবেদনের জের ধরেই বচ্চন পরিবারের ঐ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত৷ ফিল্মফেয়ার ম্যাগাজিনের সহযোগী পত্রিকা ‘মুম্বই মিরর'-এ ছাপা হয়েছিল ঐ বিতর্কিত প্রতিবেদন৷ এরপর ঐ প্রতিবেদনের জন্য পত্রিকার কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে - এমন দাবি তোলা হয় বচ্চন পরিবার থেকে৷

Schauspieler Amitab Bachchan Riteish Deshmukh und Jacqueline Fernandez Flash-Galerie
ফাইল ছবিছবি: EROS Verleih

অবশ্য ফিল্মফেয়ার পুরস্কারের বিচারকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ সহ-অভিনেতা, শ্রেষ্ঠ কাহিনী, শ্রেষ্ঠ চিত্রনাট্য এবং শ্রেষ্ঠ সংলাপের সবগুলো পদকই গেছে আমির খানের ‘থ্রি ইডিয়টস' ছবিটির জন্য৷ তিন ছাত্রের দৃষ্টিতে একটি বিজনেস স্কুলের শোচনীয় শিক্ষা পদ্ধতির অবস্থা তুলে ধরে বর্তমান শিক্ষা ব্যবস্থার অসারতা চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে ছবিটিতে৷ ছবিটি বাণিজ্যিক দিক থেকে বলিউডে সর্বকালের সেরা ছবি হিসেবে বিবেচিত হচ্ছে৷

ফিল্মফেয়ার পুরস্কারে আরো যারা ভূষিত হলেন তাঁদের মধ্যে রয়েছেন এ আর রহমান৷ ‘দিল্লি ৬' নামের ছবির জন্য সেরা মিউজিকের পুরস্কার পান তিনি৷ এ আর রহমান ইতিমধ্যে বিখ্যাত ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার' এর জন্য দু'টি অস্কার পদক জিতেছেন৷ এছাড়া, ‘ওয়েক আপ সিড', ‘আজব প্রেম কি গজব কাহানি' এবং ‘রকেট সিং - সেলসম্যান অব দ্য ইয়ার' ছবিগুলোর জন্য সমালোচকদের বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতার পদক পেলেন রনবীর কাপুর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সঞ্জীব বর্মন