1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুকুশিমার কারণে ঢাকায় এসিড বৃষ্টির আশঙ্কা নেই

১৬ মার্চ ২০১১

জাপানের পারমাণবিক তেজস্ক্রিয়তায় বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা ঠিক নয়, জানালেন বিশেষজ্ঞরা৷ রয়েছে বিরোধী দলের সংসদে যোগদান এবং ওয়াকআউট নিয়ে প্রতিবেদন৷ নরসিংদীতে কুপিয়ে কলেজ ছাত্রকে হত্যার খবর৷

https://p.dw.com/p/10Zfw
বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা নেইছবি: DW/Swapan

এসিড বৃষ্টি

‘বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই', শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় বাংলাদেশের মানুষের ক্ষতির কোন আশঙ্কা নেই৷ গতকাল ঢাকায় মুঠোফোন বার্তায় কে বা কারা এসিড বৃষ্টির আশঙ্কার খবর ছড়িয়ে দেয়৷ এমনকি রায়পুরে এই নিয়ে মাইকিংও করা হয়৷ কিন্তু স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, জাপান থেকে ছড়ানো তেজস্ক্রিয়তায় বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা নেই৷ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম এর শিরোনামও বলছে একই কথা, ‘বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা নেই'৷ এই বিষয়ে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ জাপান থেকে ছয় হাজার কিলোমিটার দূরে৷ ফলে এখানে এসিড বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই৷

সংসদে বিএনপি, ওয়াকআউট

দৈনিক সমকালের শিরোনাম, ‘সংসদে মধ্যবর্তী নির্বাচন চাইলেন খালেদা, সাংবিধানিক সংকটে দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে'৷ সংসদে বিরোধী নেত্রী দাবি করেন, ‘‘দেশে এখন সাংবিধানিক সংকট চলছে৷ খসড়া সংবিধান দিয়ে দেশ চলতে পারে না''৷ ৭৪ কার্যদিবসের পর মঙ্গলবার দলীয় ও জোটের সাংসদদের নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেন খালেদা জিয়া৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠ জানাচ্ছে, ‘সংসদে যোগ দিয়েই ওয়াকআউট করল বিএনপি'৷ পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি সংসদে দাবি করেন, খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর খুনি ছিলেন৷ এই বক্তব্যের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল৷

ছাত্রনেতাকে হত্যা

দৈনিক যুগান্তরসহ কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে এই খবর৷ শিরোনাম, ‘নরসিংদী কলেজ ছাত্র সংসদে ঢুকে জিএসকে কুপিয়ে হত্যা'৷ বেলাল হোসেন রনিকে ক্যাম্পাসেই কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা৷ তিনি নরসিংদী কলেজ ছাত্র সংসদের জিএস এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন৷ এছাড়া দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘গ্রুপ পলিটিক্সের নির্মম শিকার রনি'৷ দলীয় কোন্দলের জের ধরে রনিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা