1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলরাউন্ডার মানুয়েল নয়ার

১ জুলাই ২০১৪

ক্রিকেটে উইকেটকিপার হয়ে ভালো ব্যাট করা যায়, কিন্তু বল করা যায় কি? সোমবার পোর্তো আলেগ্রে-তে জার্মানির গোলকিপার মানুয়েল নয়ার দেখালেন, গোলে থেকেও কিভাবে ‘স্টপার' হওয়া যায়৷

https://p.dw.com/p/1CTFL
WM 2014 Achtelfinale Algerien Deutschland
ছবি: picture-alliance/dpa

ধরা যাক পোড়ো-ঝোড়ো মাঠঘাট৷ সেখানে উত্তেজনামূলক কিংবা কৌতূহল উদ্দীপক কিছু ঘটবার আশা কিংবা সম্ভাবনা নিতান্ত কম৷ সেই মলিন প্রান্তরে যদি হঠাৎ চারদিক আলোকিত করে কোনো দেবদূত আবির্ভূত হন, তাহলে যেমন হাঁটু গেড়ে বলতে ইচ্ছে করে: এতদিন পরে এলে, প্রভু? আলজেরিয়ার সঙ্গে জার্মান দলের ৯০ মিনিট প্লাস আধঘণ্টার ধস্তাধস্তি দেখার পর মানুষজন যখন সবে ধুত্তোর বলে টিভি বন্ধ করতে যাচ্ছেন, ঠিক তখনই তাঁদের মুখে হাসি ফুটলো: অন্তত মানু নয়ারকে তো দেখা গেছে, যাকে বলে কিনা ‘ইন অ্যাকশন'৷

ডিফেন্সে চার-চারটে একেবারে খেজো ব্যাক রেখেছিলেন কোচ ইওয়াখিম ল্যোভ, যা-তে ছুঁচ কিংবা ছুঁচো পর্যন্ত গলতে না পারে৷ তা সত্ত্বেও দেখা গেল, জার্মান ডিফেন্সের মধ্যমণিটি সবার পিছনে: সেখান থেকেই ১৯ বার পেনাল্টি এরিয়ার বাইরে এসে ফুলব্যাকের কাজ করেছেন এই গোলরক্ষক, যাকে আজ বিশ্বের সেরা গোলরক্ষক বলতে শুধু আমার কেন, বিশ্বের আরো অনেক বোদ্ধার কোনো দ্বিধা নেই৷

‘স্রেফ হারাকিরি'

গোলকিপার মাত্রেই প্রয়োজনে কুমির-ডাঙা খেলে থাকেন, মানে বুঁদির গড় ছেড়ে বাইরে এসে এটা-সেটা ক্লিয়ার করে থাকেন৷ এবং প্রতিবারেই সেটা একটা ঝুঁকি: মিস করলে সময় মতো আবার গোলে ফিরতে না পারার সম্ভাবনা; বিপক্ষের প্লেয়ারকে হিট করলে লাল কার্ড দেখার সম্ভাবনা; সবচেয়ে বড় কথা, নিজের চোট পাবার সম্ভাবনা৷ সাধে কি জার্মানি তথা বিশ্বের আরেক সেরা গোলরক্ষক অলিভার কান – যিনি এই বিশ্বকাপে জার্মান টেলিভিশনের হয়ে রিও ডি জানেরোর হোটেলের ছাদে দাঁড়িয়ে এক্সপার্ট কমেন্ট দিচ্ছেন – সেই অলিভার কান গতকাল মানুয়েল নয়ারের ‘অ্যাডভেঞ্চার'-কে বলেছেন স্রেফ হারাকিরি৷

তা-তে আবার জার্মান দলের বিটিটি, অর্থাৎ ফেডারাল গোলরক্ষক ট্রেনার আন্ড্রেয়াস ক্যোপকে তাবৎ প্রতিবাদ জানিয়েছেন: নয়ারের ঐ ‘‘ঝুঁকি নেওয়াটা আদৌ অপ্রয়োজনীয় নয়'', বলেছেন ক্যোপকে৷ বরং দেখা গেছে যে, মানুয়েল নয়ার খেলে মজা পাচ্ছেন এবং বেঞ্চে বসা কোচ ও কর্মকর্তারা নয়ারের কাণ্ডকারখানা দেখে বিন্দুমাত্র নার্ভাস হয়ে পড়েননি৷ ‘মানু' যেভাবে পরিস্থিতি আন্দাজ করতে পারেন, তা ‘ইউনিক' এবং ‘ফ্যান্ট্যাস্টিক', বলেছেন ক্যোপকে৷ দরকার হলে নয়ার ‘স্টপার' হিসেবে খেলতে পারেন, বলেছেন জাতীয় দলের আরেক সাবেক খেলোয়াড় ক্রিস্টফ মেটসেল্ডার৷

‘আমি জানি, আমি কি করতে পারি'

এবার শোনা যাক জার্মান দলের কোচ ইওয়াখিম ল্যোভ কী বলেছেন বায়ার্ন মিউনিখের ২৮ বছর বয়সি গোলরক্ষকটির সম্বন্ধে: ‘‘ও দারুণ খেলেছে৷ ও একজন স্টপারের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আমাদের একাধিক সংকটপূর্ণ পরিস্থিতি থেকে বাঁচিয়েছে৷'' সেই সঙ্গে নয়ারের নিজের মন্তব্য যোগ করলে আলো ভালো লাগবে: নয়ার কিন্তু হাজার প্রশংসাতেও ‘কুল', মানে যাকে ইংরিজিতে বলে কিনা ঠান্ডা৷ এভাবে খেলার অর্থ বারংবার একটা সিদ্ধান্ত নেওয়া, ‘‘কিন্তু একবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমি পুরোপুরি একশো ভাগ সেই কাজটা করি৷''

আর চোট পাবার আশঙ্কা? ‘‘ভয় পেলে আমি গোললাইনেই দাঁড়িয়ে থাকতাম৷ আমি চেষ্টা করি, ইনজুরির কথা না ভাবতে,'' বলেন নয়ার৷ ‘‘আমি জানি, আমি কি করতে পারি৷ এটাই আমার খেলা'' – আর ঠিক সেইজন্যেই নয়ার ‘বিশ্বখ্যাত', বলেছেন দলীয় সতীর্থ এবং ফুলব্যাক পের মের্টেসাকার৷

আর বিশ্বখ্যাত যদি এ যাবৎ না-ও হয়ে থাকেন, তবে এবার মানুয়েল নয়ারের বিশ্বখ্যাত হওয়া রোখে কে? গোল থেকে ৩০ মিটার দূরে গোলকিপারকে লাফ-ঝাঁপ করতে দেখা আর বাগেরহাটে বাঘ দেখতে পাওয়ার মধ্যে কোনো তফাৎ আছে কি?

অরুণ শঙ্কর চৌধুরী (রয়টার্স, এসআইডি)

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য