1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্রেফ সময়ের ব্যাপার’

২০ আগস্ট ২০১৩

তিনবার বিশ্বকাপ এবং ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন তারা৷ ফুটবলে জার্মানির অতীত খুবই উজ্জ্বল, বর্তমানও আশা জাগানিয়া৷ তবে মিরোস্লাভ ক্লোসে মনে করেন জার্মানি শুধু আশাই জাগাবে না, শিগগির সেরা সাফল্যও তুলবে ঘরে৷

https://p.dw.com/p/19SLO
ROME, ITALY - NOVEMBER 11: Miroslav Klose of Lazio celebrates after scoring the 2-1 goal during the Serie A match between S.S. Lazio and AS Roma at Stadio Olimpico on November 11, 2012 in Rome, Italy. (Photo by Giuseppe Bellini/Getty Images)
ছবি: Getty Images

১৯৫৪, ১৯৭৪ এবং ১৯৯০ – বিশ্বকাপে এই তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ ইউরোপ সেরা হয়েছে ১৯৭২, ১৯৮০ এবং ১৯৯৬ সালে৷ লক্ষ্য করার বিষয় হচ্ছে, গত ১৬ বছরে একবারও বিশ্বকাপ বা ইউরোপিয়ান কাপ জিততে পারেনি ব্রাজিল আর ইটালির পর সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দলটি৷ বিশ্বকাপে তাদের সার্বিক অর্জনের তুলনা চলে শুধু ব্রাজিলের সঙ্গে৷ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ চারে উঠেছে ১০ বার, জার্মানি ১২ বার৷

সাম্প্রতিক সময়ে ওই শেষ চার, অর্থাৎ সেমিফাইনাল পর্যন্ত কোনোরকমে উঠলেও চূড়ান্ত সাফল্য একবারও পায়নি৷ মিরোস্লাভ ক্লোসে এক সাক্ষাৎকারে বলেছেন, ২০১৮ বিশ্বকাপের মধ্যে যে জার্মানি বিশ্ব কাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাঁর৷ জার্মানির ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন ‘কিকার'-এ সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি ফুটবলার বলেছেন, ‘‘আমরা অবশ্যই (প্রতিটি আসরেই) শেষ পর্যন্ত যেতে চাই৷ আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পরবর্তী কয়েকটি আসরের কোনোটিতে অবশ্যই আমরা প্রথম হবো৷''

আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপেই জার্মানি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বলে মনে করেন ক্লোসে৷ তা যদি না-ও হয়, তাহলে ২০১৮ সালের মধ্যে বিশ্বকাপ বা ইউরোপিয়ান কাপ ফিলিপ লামের দল জিতবে বলেই তাঁর ধারণা৷ ব্রাজিল বিশ্বকাপের পর থেকে ২০১৮ সালের মধ্যে একটি বিশ্বকাপ এবং একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হবে৷ ২০১৬ সালে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর হবে ফ্রান্সে৷ দু'বছর পর রাশিয়ায় বিশ্বকাপ৷ এই তিন আসরের যে কোনো একটিতে তাঁর দেশ চ্যাম্পিয়ন হবে মনে করলেও ক্লোসে জানেন ব্রাজিল বিশ্বকাপের পর তাঁর জার্মান দলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ বয়স ৩৫ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়ের দিকেই এগোচ্ছেন কাইজার্সলাউটার্ন, ভ্যার্ডার ব্রেমেন এবং বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্ডেসলিগায় খেলা ক্লোসে৷ এ মু্হূর্তে খেলছেন ইটালিয়ান লিগে, লাৎসিওর হয়ে৷ চুক্তির মেয়াদ এ বছরই শেষ৷ তারপর আবার বুন্ডেসলিগাতেই ফিরতে চান মিরোস্লাভ ক্লোসে৷

এসিবি / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য