1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল গুন্ডাদের ফেরত পাঠালো দক্ষিণ আফ্রিকা

৮ জুন ২০১০

ফুটবল গুন্ডাদের দক্ষিণ আফ্রিকায় ঢুকতে দিতে রাজি নয় সেদেশের নিরাপত্তা বাহিনী৷ ইতিমধ্যে আর্জেন্টিনার দশ সমর্থককে গুন্ডা সন্দেহে দেশে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা৷ তবে, বাইরে যাই ঘটুক, মাঠের কিন্তু পুরো ফিট আর্জেন্টিনা৷

https://p.dw.com/p/NkNw
২০০৬-এ আর্জেন্টিনাকে হারানোর পর এক জার্মান সমর্থকছবি: AP

দক্ষিণ আফ্রিকায় ধরপাকড়

রবিবার দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টা করেছিল আর্জেন্টিনার দশ ‘হার্ডকোর' সমর্থক৷ কিন্তু বিমানবন্দর থেকেই আটক করা হয় তাদের৷ এরপর সোমবার আবার জোর করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এই দশ সমর্থককে৷ এক বিবৃতিতে অবশ্য এদেরকে দেশে ফেরত পাঠানোর কারণ ব্যাখ্যা করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ৷ সেখানে বলা হয়েছে, ফেরত পাঠানোদের ফুটবল গুন্ডামির অতীত ইতিহাস রয়েছে৷ বিশ্বকাপ চলাকালে নিরাপত্তার খাতিরেই ফুটবল গুন্ডাদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশাধিকার দিতে রাজি নয় সেদেশের নিরাপত্তা বাহিনী৷ ইতিমধ্যে তারা বিভিন্ন দেশ থেকে চিহ্নিত ফুটবল গুন্ডাদের তালিকাও সংগ্রহ করেছে৷ আর্জেন্টিনার তালিকায় আছে ৮০০ ফুটবল গুন্ডা৷

পুরো ফিট আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দলের বর্তমান অবস্থা খুবই ভালো বলা চলে৷ বড় বড় দলগুলো খেলোয়াড়দের ইনজুরি নিয়ে চিন্তিত হলেও, আর্জেন্টিনার সেই চিন্তা নেই৷ বরং বিশ্বকাপ তালিকার সব খেলোয়াড়ই ফিট৷ শুধুমাত্র দিয়েগো মিলিতোকে নিয়ে খানিকটা চিন্তা হয়তো দলটির ছিল৷ কিন্তু তিনিও এখন খেলার জন্য পুরো প্রস্তুত৷

Flash-Galerie WM-Stars Lionel Messi
এবার ও বিশ্বকাপ চায় আর্জেন্টিনাছবি: picture-alliance/dpa

দলটির আক্রমণভাগে বর্তমানে তারকাদের ছড়াছড়ি বলা চলে৷ লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গঞ্জালো থেকে শুরু করে মিলিতো, আগুয়েরো কিংবা মার্টিন পালেরমো-- আক্রমণভাগের এত খেলোয়াড়ের মাঝ থেকে কাকে বাদ দেবেন, তাই নিয়েই চিন্তিত কোচ মারাদোনা৷ কারণ এঁদের মধ্য দু'জনের বেশি একসঙ্গে খেলার সুযোগ পাবে না৷ আর তাই, এখন পর্যন্ত যা খবর তাতে সেদলের আক্রমণভাগে মেসির সঙ্গে তেভেজকে জুটি করার পরিকল্পনা করা হচ্ছে৷

মারাদোনা-দুঙ্গা

মঙ্গলবার ফিফা বিশ্বকাপের ওয়েবসাইটে মারাদোনা আর দুঙ্গাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়৷ দুঙ্গা হচ্ছেন ব্রাজিলের কোচ৷ তিনি এবং মারাদোনা দু'জনই খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের মধ্যমণি ছিলেন৷ এবার এই দুই দলের কোন একটি যদি বিশ্বকাপ জিতে যায়, তাহলে দুঙ্গা বা মারাদোনা হবেন বিশ্বের তৃতীয় খেলোয়াড় এবং কোচ -- যাঁরা উভয়ক্ষেত্রেই বিশ্বকাপ জয়ের ভাগিদার হয়েছেন৷ সৌভাগ্যবানদের এই তালিকায় এর আগে নাম লিখেয়েছেন মারিয়ো জাগালো এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়