1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল মাঠে খণ্ডযুদ্ধ

২৩ আগস্ট ২০১৩

বুধবার জার্মানির গেলজেনকিয়র্শেন-এর শালকে বনাম গ্রিসের সালোনিকি ক্লাবের ম্যাচকে ঘিরে যে এমন সংঘর্ষ ঘটতে পারে, কেউ ভাবতে পারেনি৷ তাছাড়া পুলিশ ও ফ্যানদের সংঘর্ষের কারণ ফুটবল সংক্রান্ত কোনো ঘটনাই নয়৷

https://p.dw.com/p/19Um1
ছবি: Getty Images

ইউরোপের সব ক্লাবই চ্যাম্পিয়নস লিগ-এর চূড়ান্ত পর্যায়ে যাবার স্বপ্ন দেখে৷ ফলে বিভিন্ন দেশের ক্লাবের মধ্যে ম্যাচ চলে৷ বুধবারও জার্মানির গেলজেনকিয়র্শেন-এ চলছিল ‘শালকে ০৪' বনাম ‘পিএওকে সালোনাকি'-র ম্যাচ৷ মাঠে দ্বিতীয়ার্ধের খেলা চলছে৷ ফল ১-১৷ শালকে-র কিছু উগ্র ফ্যান হঠাৎ ম্যাসিডোনিয়ার পতাকা সহ ব্যানার দেখাতে শুরু করল৷ সেটি দেখে রেগে আগুন গ্রিস থেকে আসা সালোনিকির ফ্যানরা৷ তার কারণও রয়েছে৷ গ্রিসের উত্তরে ম্যাসিডোনিয়া নামের যে রাজ্য রয়েছে, গ্রিকদের কাছে সেটাই একমাত্র ম্যাসিডোনিয়া৷ পরে সাবেক ইয়ুগোস্লাভিয়া ভেঙে ম্যাসিডেনিয়া নামের যে রাষ্ট্র তৈরি হয়েছে, তার নাম নিয়ে গ্রিকদের শুরু থেকেই আপত্তি রয়েছে৷

যাই হোক, জার্মানির এক স্টেডিয়ামে জার্মান এক ক্লাবের বিরুদ্ধে ম্যাচে ম্যাসিডোনিয়ার পতাকা সহ ব্যানার দেখানোকে প্ররোচনা হিসেবেই নিয়েছিল গ্রিক ফ্যানরা৷ উত্তেজনা কমাতে পুলিশ শালকে দলের নিরাপত্তা কর্মকর্তাকে ব্যানারটি সরানোর ব্যবস্থা করতে বলে৷ কিন্তু তাতে কাজ হয়নি৷ স্টেডিয়ামে উপস্থিত গ্রিক পুলিশ কর্মীরাও হিংসার আশঙ্কা করছিলেন৷ এই অবস্থায় স্থানীয় পুলিশ সেই পতাকা সরানোর চেষ্টা করে৷ তখন শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ৷ পুলিশ পেপার স্প্রে ও ব্যাটন প্রয়োগ করে৷ প্রায় ১৫ মিনিট ধরে সংঘর্ষ চলে৷ এতে প্রায় ৩০ জন আহত হয়৷ পুলিশ সূত্র অনুযায়ী প্রায় দুই থেকে আড়াই হাজার গ্রিক ফ্যান শালকে-র ফ্যানদের উপর চড়াও হতে যাচ্ছিল৷ আরও অপ্রিয় ঘটনা এড়াতে স্থানীয় পুলিশকে তাই বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হয়৷

Champions League - FC Schalke 04 v PAOK Saloniki
পতাকা দেখানো শুরুর পর আর পরি্স্থিতি এমন থাকেনিছবি: Christof Koepsel/Bongarts/Getty Images

শালকে ক্লাব পুলিশের তৎপরতার তীব্র সমালোচনা করেছে৷ তাদের মতে, এত কড়া হাতে ফ্যানদের দমন করার কোনো প্রয়োজনই ছিল না৷ এখন প্রশ্ন হলো, গেলজেনকিয়র্শেন-এর মাঠে ম্যাসিডোনিয়ার পতাকা এলো কী করে? শালকে ক্লাবের কর্মকর্তা পেটার পেটার্স জানিয়েছেন, এই পতাকা বহু বছর ধরেই স্টেডিয়ামে প্রদর্শিত হচ্ছে৷ কারণ ম্যাসিডোনিয়ার ফুটবল লিগের প্রথম ডিভিশনের ক্লাব ভার্ডার স্কপিয়ে ক্লাব-এর ফ্যানদের সঙ্গে শালকে-র বিশেষ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে৷

চ্যাম্পিয়নস লিগ আপাতত শালকে-র জন্য দূরেই রয়ে গেলো৷ ক্লাবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে কিনা, ইউরোপীয় ফুটবল সংগঠন উয়েফা আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্ট দেখে সেই সিদ্ধান্ত নেবে৷

এসবি/ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য