1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফুটবল’ হারল ‘সকার’-এর কাছে

৪ ফেব্রুয়ারি ২০১০

ফুটবল বলতে আমেরিকান ফুটবল বা মার্কিন রাগবি৷ মার্কিনিদের কাছে ওটা পুরুষালি খেলা৷ আর বিশ্ব যাকে ফুটবল বলে, সেটা তাদের কাছে ‘সকার’, বস্তুত মেয়েদের খেলা৷ আর পরিসংখ্যান কি বলে?

https://p.dw.com/p/LrgM
এর নাম আমেরিকান ফুটবলছবি: AP

আগামী ৭ই ফেব্রুয়ারি মার্কিন মুলুকের মায়ামি'তে ‘সুপার বোল', মার্কিন ফুটবলের সর্বোচ্চ খেলা, যাকে বলা হয় ‘‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ''৷ রবিবার ইন্ডিয়ানাপোলিস কোল্টস আর নিউ অর্লিন্স সেন্টস-দের মধ্যে ফইনাল খেলাটি বিশ্বের ২৩০টি দেশে সম্প্রচারিত হবে৷ কতজন দেখবে, সে প্রশ্ন আপাতত থাক, কিন্তু বিশ্বব্যাপী ঐ সুপার বোল-এর সম্ভাব্য দর্শক যে এক বিলিয়ন কি তার বেশী, সে-কথা আমরা অনেকদিন ধরেই শুনে আসছি৷ এখন গোল বাঁধিয়েছে পরিসংখ্যান৷ টিভি দর্শকদের সংখ্যার বিচারে ফুটবল বিশ্বকাপ কিংবা অলিম্পিক্স নিয়মিতভাবে সুপার বোল'কে হারিয়ে থাকে৷ কিন্তু এবার ‘ইনিশিয়েটিভ ফিউচার্স স্পোর্টস এ্যান্ড এন্টার্টেনমেন্ট' সংস্থার বাৎসরিক সমীক্ষায় দেখা গেছে যে, গতবছর সুপার বোল ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের কাছেও হেরেছে৷

সুপার বোল পার্টি

২০০৯ সালের সুপার বোল দেখেছিল বিশ্বব্যাপী ১৬২ মিলিয়ন দর্শক৷ কিন্তু তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্র কিংবা পাশের ক্যানাডা অথবা মেক্সিকো থেকে৷ তার একটা কারণ হয়তো এই যে, উত্তর আমেরিকার সময়টা বাকি বিশ্বের পক্ষে কিছুটা খাপছাড়া৷ দ্বিতীয়ত, আমেরিকান ফুটবলের গোলমেলে নিয়মকানুন সম্পর্কেও বহির্বিশ্বের অনেকেই ওয়াকিবহাল নন৷ কাজেই শেষমেষ দেখা যায়, সারা বিশ্বে অনাবাসী মার্কিনি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিচিত লোকেরাই সুপার বোল ‘পার্টি' করে থাকেন৷ অথচ মার্কিন জাতীয় ফুটবল লীগ বা এনএফএল প্রচারের ত্রুটি করছে না: এবারকার খেলা চীনে সোমবার ভোর সাতটায় শুরু হবে, কাজেই বেইজিং জুড়ে পোস্টার ছাড়াও সুপার বোল পার্টির আয়োজন করেছে এনএফএল৷

ভারতে না, কিন্তু জার্মানিতে হ্যাঁ

ভারতে ২০০৮ সালের শেষে টেলিভিশনে সুপার বোল দেখানো বন্ধ করে দেয় সম্প্রচারক কোম্পানি, কেননা দর্শকদের টার্গেট রেটিং পয়েন্ট ছিল ১০,০০০-এর মধ্যে এক ভাগ৷ ‘এনএফএল ইউরোপ' বলে একটি উদ্যোগও ১৯৯৫ সালে শুরু হয়ে ২০০৭ সালে বন্ধ হয়ে যায়৷ আপাতত লন্ডনের পরে জার্মানিতেই এনএফএল-এর ভালো ফ্যান বেস রয়েছে৷ জার্মানিতে আমেরিকান ফুটবলের চর্চ্চা আছে এবং লোকজন নিয়মকানুন জানে৷ কাজেই এখানে রবিবার বেশ কিছু পানশালায় সুপার বোল উদযাপিত হবে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম