1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেইসবুক বন্ধ বাংলাদেশে

৩০ মে ২০১০

সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেইসবুক বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে৷ সরকারের নির্দেশে রাতে টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি ফেইসবুক বন্ধ করে দেয়৷

https://p.dw.com/p/NcwQ
ছবি: picture-alliance/ dpa

গ্রাহকরা শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেইসবুকে আর ঢুকতে পারেননি৷ বাংলাদেশে কমপক্ষে ২০ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান ফেইসবুক ব্যবহার করেন৷

এদিকে ফেইসবুকে আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগে শনিবার বিকেলে পুরনো ঢাকা থেকে রবিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ জানা গেছে সে দেশের শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে ওই কার্টুন প্রকাশ করে৷ বিটিআরসি বলেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তারা বাংলাদেশে ফেইসবুক বন্ধ করেছেন৷ এর আগে পাকিস্তানেও ফেইসবুক বন্ধ করা হয়৷

বাংলাদেশের তথ্য প্রযুক্তি যোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা জব্বার এবং ড. অনন্য রায়হান ডয়চে ভেলেকে বলেন, ফেইস বুক বন্ধ করে দেয়া কোন সমাধান নয়৷ এর ফলে অনেক মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হবেন৷ প্রয়োজন অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম