1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধের অভিযোগপত্র তৈরির ঘোষণা

২৪ ডিসেম্বর ২০১০

ফেব্রুয়ারি মাসের মধ্যে আটক যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী৷ চিহ্নিত আরো যুদ্ধাপরাধীদের গ্রেফতার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/zp59
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে যথেষ্ট স্বাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে৷ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া সম্ভব হবে৷ তিনি বলেন, আরো চিহ্নিত যুদ্ধাপরাধীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে৷ দেশের বাইরে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, বলে জানান তিনি৷ উল্লেখ্য এপর্যন্ত নিজামী, মুজাহিদ ও সালাহউদ্দীন কাদের চৌধুরীসহ ৬ জন যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়েছে৷ তদন্ত চলছে গোলাম আযমের বিরুদ্ধে৷

সালাহউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতার নিয়ে বিএনপির জাতিসংঘে অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এটি দেশের অভ্যন্তরীণ বিষয়৷ জাতিসংঘের কিছু করার নেই৷ আর যুদ্ধাপরাধের বিচার হচ্ছে স্বচ্ছতার সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে৷

অন্যদিকে, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করছে ট্রাইবুনালের প্রসিকিউশন টিম৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই