1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক’এর সঙ্গে জোট বাঁধতে না পেরে গুগল-কর্তার দুঃখ

২ জুন ২০১১

কম্পিউটার ও ইন্টারনেটের জগতে বাজারে আধিপত্য বিস্তারের লড়াইয়ের দৃষ্টান্তের অভাব নেই৷ গুগল’এর প্রধান এরিক স্মিট এবিষয়ে বেশ খোলামেলা কিছু মন্তব্য করেছেন৷

https://p.dw.com/p/11SkW
গুগল এর প্রধান কর্মকর্তা এরিক স্মিটছবি: picture-alliance/dpa

বড় বড় কোম্পানির শীর্ষ কর্তাব্যক্তিদের খুশি করা বেশ কঠিন৷ কোনো একটি ক্ষেত্রে বিশাল সাফল্য সত্ত্বেও তাদের প্রায়ই মনে হয়, ‘কিছু একটা যেন বাকি রয়ে গেল' অথবা ‘এটা পেলেও ওটা তো আর পেলাম না'৷ তখন হয় অন্য কোনো সংস্থার সঙ্গে জোট বেঁধে অথবা কোনো সংস্থা একেবারে কিনে নিয়ে তারা পা রাখেন একেবারে নতুন কোনো বাজারে৷ এভাবে সংস্থার কৌশলগত অবস্থান পাকা করতেই তাঁরা ব্যস্ত৷

যেমন গুগল'এর অন্যতম শীর্ষ কর্মকর্তা এরিক স্মিট এবার দুঃখ করে বলেছেন, সার্চ ইঞ্জিনের জগতে আধিপত্য সত্ত্বেও তাঁর সংস্থা ফেসবুক'এর মতো সোশাল মিডিয়া হতে পারলো না৷ বলাই বাহুল্য, সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপনের ক্ষেত্রে গুগল বাজারে বিপ্লব এনেছে৷ সেইসঙ্গে ‘অ্যান্ড্রয়ড' নামের অপারেটিং সিস্টেম চালু করে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জগতেও গুগল নিজেদের জায়গা করে নিয়েছে৷ বিশ্বের যে কোনো প্রান্তের মানচিত্রকেও মানুষের মুঠোর মধ্যে বা মাউসের বশে এনেছে এই সংস্থা৷ ইন্টারনেটে ভিডিও পোস্ট করার ক্ষেত্রে সাফল্য নিয়েও সন্তুষ্ট স্মিট৷

Facebook as a tool for expressing political views of Lebanese youth
সারাদিন ফেসবুকে চলে শুধু আড্ডা আর চ্যাটছবি: DW

কিন্তু সাফল্যের এই দীর্ঘ তালিকাও তাঁকে খুশি করতে পারে নি৷ ফেসবুক'এর গুণাগুণে মুগ্ধ গুগল কর্তা৷ তিনি বলেন, ‘‘গুগল'এর কাছে বিশ্বের সব তথ্য রয়েছে৷ আপনার যত বন্ধুবান্ধব রয়েছে বা কখনো ছিল, তারা সবাই ফেসবুক'এর নাগালে রয়েছে৷ এমনকি যাদের কথা আপনার স্পষ্ট মনেও নেই, তাদেরও সেখানে পাওয়া যায়৷'' উল্লেখ্য, ফেসবুক'এর সঙ্গে জোট বাঁধার অনেক চেষ্টা করেও বিফল হয়েছে গুগল৷ উদ্দেশ্য ছিল, ফেসবুক সদস্যদের ব্যক্তিগত বৈশিষ্ট্য ও পছন্দ-অপছন্দ অনুযায়ী ইন্টারনেট সার্চ'এর ফলাফল স্থির করা৷ এই ব্যর্থতার পুরো দায় তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন৷ উল্লেখ্য, প্রায় এক দশক ধরে চিফ এক্সিকিউটিভ হিসেবে সক্রিয় থাকার পর স্মিট এবছরই সেই দায়িত্ব তুলে দিয়েছেন গুগল'এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ'এর হাতে৷ তবে আরেক প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিন'এর সঙ্গে তিনি শীর্ষ ত্রয়ী হিসেবে কাজ করছেন৷ আপাতত তাঁর দায়িত্ব জনমানসে সংস্থার উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এবং সরকার, প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা৷ চীন যেভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে ফায়ারওয়াল বা প্রাচীর গড়ে তুলেছে, তা অত্যন্ত দুশ্চিন্তার কারণ বলে মনে করেন স্মিট৷ তাঁর আশঙ্কা, এমনটা চলতে থাকলে প্রত্যেকটি দেশের জন্য আলাদা ও বিচ্ছিন্ন ইন্টারনেট সৃষ্টি হবে৷

বাজারের বাকি বড় সংস্থাগুলির কাজেও মুগ্ধ এরিক স্মিট৷ বিশ্বের সবচেয়ে বড় দোকান হিসেবে অ্যামাজন, সুন্দর সব পণ্যের জন্য অ্যাপল'এর প্রশংসা করেন তিনি৷ তবে মাইক্রোসফট সম্পর্কে তাঁর কিছু সংশয় রয়েছে৷ ব্যবসার ক্ষেত্রে বিশাল সাফল্য পেলেও মাইক্রোসফট মোটেই কোনো বিপ্লব ঘটিয়ে ব্যবহারকারীদের মন জয় করতে পারে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান