1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের নিরাপত্তা আরো বাড়লো

১৪ মে ২০১০

ফেসবুকের কয়েক কোটি ব্যবহারকারীর তথ্য চুরি ইন্টারনেট সন্ত্রাসীদের জন্য বেশ আকর্ষনীয় একটি ব্যাপার৷ দিনকে দিন এসব অনলাইন সন্ত্রাসীর তৎপরতাও বাড়ছে৷ এইতো দিন কয়েক আগেই ফেসবুকের গোপন চ্যাট উম্মুক্ত করার পথ বাতলে ছিল তারা৷

https://p.dw.com/p/NNBd
ফাইল ফটোছবি: picture alliance/dpa

এবার আরো সতর্ক ফেসবুক কর্তৃপক্ষ৷ এখন থেকে ফেসবুক খেয়াল রাখবে আপনি কোথায় বসে লগ ইন করছেন৷ যদি হঠাৎই এমন কোন কম্পিউটার থেকে আপনি লগ ইন করেন, যেটি আগে ব্যবহার করেননি তাহলে আপনাকে আটকে দিতে পারে ফেসবুক৷ আপনার কাছে জানতে চাইবে ব্যক্তিগত প্রশ্ন কিংবা আপনাকে অনুরোধ করবে নতুন ঠিকানা সম্পর্কে সংস্থাটিকে ই-মেইল এ জানাতে৷

না, এমন বার্তা পেলে ঘাবড়ে যাবেন না৷ কারণ ফেসবুক এটি করছে আপনারই নিরাপত্তার জন্য৷ আপনার পাসওয়ার্ড যাতে কোন হ্যাকারের কাছে চলে না যায়, কিংবা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ যাতে অপকর্ম করতে না পারে সে বিষয়ে আরো নিশ্চিত হতে ফেসবুকের এই উদ্যোগ৷

এছাড়া বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গা থেকে যদি ক্রমান্বয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা হয় তাহলেও আটকে দিতে পারে ফেসবুক৷ সেক্ষেত্রেও আপনাকে বোঝাতে হবে, কেন আপনি আলাদা আলাদা জায়গা থেকে লগ ইন করছেন৷ এটাও নিরাপত্তার জন্য৷ তবে, আগে যারা বন্ধুদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যখন তখন ঢুকে পড়তেন কিংবা ছদ্মনামে অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের একটু মুশকিল হতে পারে বৈকি৷

আরো একটি গুরুত্বপূর্ণ অপশন যোগ করতে চলেছে ফেসবুক৷ সেটি হচ্ছে, আপনি সর্বশেষ কোথা থেকে এবং কখন ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ছিলেন, চাইলে তাও দেখতে পারবেন৷ এর ফলে সুবিধা যেটা হবে, তা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার অজান্তেই অন্য কেউ ব্যবহার করছে কিনা তা জানা সহজ হবে৷

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় ফেসবুকের ব্যবহার বাড়ছে ব্যাপক আকারে৷ বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত লাখ৷ অন্যদিকে, ভারতে এর ব্যবহারকারী প্রায় কোটির কাছাকাছি৷ আর তাই দক্ষিণ এশিয়ার জন্যও ফেসবুক নিরাপত্তা দিনে দিনে বড় ইস্যু হয়ে উঠছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়